হতাশার পাঞ্চ! কবজিতে চোট পেয়ে রাঁচি টেস্ট থেকে ছিটকে গেলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান
কিন্তু দ্বিতীয় টেস্টে পুণেতে দুই ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন : ভাইজাগের পর পুণে। পর পর দুটো টেস্টে হার। ভারত সফরে তিন টেস্টের সিরিজে ২-০ তে পিছিয়ে প্রোটিয়ারা। রাঁচিতে শেষ টেস্টে নামার আগে আরও বিপাকে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা! কাঁধের চোটের জন্য আগেই সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন স্পিনার কেশব মহারাজ। এবার হতাশায় পাঞ্চ মেরে কবজিতে চোট পেয়ে রাঁচি টেস্ট থেকে ছিটকে গেলেন এইডেন মার্করাম।
#CSAnews #BreakingNews Markram ruled out of third Test match https://t.co/rkjpA5fzGF #INDvSA pic.twitter.com/NXh2ri4zvF
— Cricket South Africa (@OfficialCSA) October 17, 2019
প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ভাইজাগে প্রথম টেস্টে ৫ ও ৩৯ রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে পুণেতে দুই ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করে তাঁকে। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হতেই ডান হাত দিয়ে হতাশায় পাঞ্চ করেন মার্করাম। এরপরেই কবজিতে চোট পান। সিটি স্ক্যানে ধরা পরে তাঁক কবজিতে চিড় ধরেছে। সঙ্গে হাড়ও ভেঙেছে। আর তাই শনিবার থেকে শুরু হতে চলা রাঁচি টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া ওপেনার মার্করাম।
আরও পড়ুন - গলি থেকে রাজপথে... কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা যশস্বী মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন!