কার্তিকের সমর্থনে আসরে নামলেন গম্ভীর, সিনিয়র ক্রিকেটারদের বার্তা কলকাতার প্রাক্তন অধিনায়কের

টানা ছটা ম্যাচে হেরে প্লে-অফের রাস্তা আরও কঠিন করে ফেলেছে কলকাতা।

Updated By: Apr 28, 2019, 07:54 PM IST
কার্তিকের সমর্থনে আসরে নামলেন গম্ভীর, সিনিয়র ক্রিকেটারদের বার্তা কলকাতার প্রাক্তন অধিনায়কের

নিজস্ব প্রতিবেদন : একটা সময় তিনিও এমন চাপের মুহূর্ত কাটিয়েছেন। হজম করতে হয়েছে চারপাশ থেকে আসা সমালোচনা। দল হারছে একের পর এক ম্যাচ। তাঁর অধিনায়কত্ব নিয়ে কাঁটাছেড়া চলছে চারপাশে। তবে কলকাতার ক্যাপ্টেন থাকাকালীন গৌতম গম্ভীরকেও বোধ হয় এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়নি। তবে একটা সময় গম্ভীরকে নিজের ফর্মের জন্যও যথেষ্ট সমালোচনা হজম করতে হয়েছিল। একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দীনেশ কার্তিককে। একে তো নিজে ফর্মে ছিলেন না। তার উপর দলের টানা হার। কার্তিকের সমর্থনে তাই আসরে নামলেন এবার গম্ভীর।

আরও পড়ুন-  IPL 2019, DCvRCB: দিল্লির কাছে হেরে প্লে-অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল বিরাটের আরসিবি

টানা ছটা ম্যাচে হেরে প্লে-অফের রাস্তা আরও কঠিন করে ফেলেছে কলকাতা। আজ মুম্বইয়ের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচ। তার আগে কলকাতার ক্যাপ্টেনের সমর্থনে মাঠে নামলেন গম্ভীর। কলকাতার প্রাক্তন ক্যাপ্টেন বললেন, ''আমি জানি এই সময় কলকাতার কঠিন সময় যাচ্ছে। দলের ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক, সবাই উদ্বীগ্ন। এই জায়গা থেকে কী করে বেরিয়ে আসতে হবে তার রাস্তা খুঁজছেন সবাই। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা জিততে পারলেই দলের মধ্যে একটা স্বস্তির হাওয়া ঢুকবে। তবে এই সময় কার্তিককে দলের সিনিয়রদের সমর্থন জোগানো উচিত। এই সময় দলের সিনিয়ররা কার্তিকের কাঁধে হাত রেখে বলুক, এমনটা হতেই পারে। সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কার্তিকের এখন সমর্থন প্রয়োজন। কলকাতার ড্রেসিংরুমে কোনও এক সিনিয়রের এই দায়িত্বটা নেওয়া উচিত।''

.