বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ! 'দাদা'কে নিয়ে 'ভাল ভাল কথা' গম্ভীরের মুখে

সুপ্রিম কোর্টের নিযুক্ত লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, ২০২০ জুলাই মাসের পর সৌরভকে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে।

Updated By: Oct 20, 2019, 01:01 PM IST
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ! 'দাদা'কে নিয়ে 'ভাল ভাল কথা' গম্ভীরের মুখে

নিজস্ব প্রতিবেদেন : ভারতীয় ক্রিকেট বোর্ড-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশাসক হিসাবে তিনি কতটা দক্ষ, সেটা সিএবি সভাপতি হওয়ার পরই বুঝিয়ে দিয়েছেন মহারাজ। কিন্তু এবার আরও বড় দায়িত্ব প্রিন্স অফ ক্যালকাটা-র কাঁধে। সৌরভ যে সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন, এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট মহল নিশ্চিত। ব্যাটসম্যান বা ক্যাপ্টেন সৌরভের মতোই প্রশাসক সৌরভও ক্রিকেটের উন্নতিতে নিজেকে উজাড় করে দেবেন বলে দাবি করেছেন সতীর্থরা। আর এই ব্যাপারে গৌতম গম্ভীরও একমত। প্রিয় ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানালেন গম্ভীর। এক কলমে গম্ভীর লিখেছেন, ''দাদা কীভাবে এই দায়িত্ব পেয়েছেন সেটা আমি জানতে চাই না। এই প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতে চাই না। শুধু এটুকু বলতে পারে যে ভারতীয় ক্রিকেটের শীর্ষে একজন এমন মানুষ এলেন যিনি ইকোসিস্টেম বোঝেন। আমি খুব খুশি।''

সিএবিতে প্রশাসক সৌরভের উত্থানের কথাও বললেন গম্ভীর। ''দাদা যে প্রশাসক হিসাবে দক্ষ তা সিএবি সভাপতি হিসাবে প্রমাণ করে দিয়েছে। এবার আরও বড় দায়িত্ব ওঁর কাঁধে। প্রাক্তন ক্রিকেটার হয়ে দাদা থাকতে চায়নি। প্রশাসক হিসাবে দাদা কতটা দক্ষ তা আরও একবার প্রমাণ হবে। দাদাকে আমি চিনি। বিসিসিআই-এর সভাপতি হিসাবেও দাদা নিজের দায়িত্ব ভালভাবেই পালন করতে পারবে বলে আমি আশা করছি।'' বললেন তিনি। তবে সুপ্রিম কোর্টের নিযুক্ত লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, ২০২০ জুলাই মাসের পর সৌরভকে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। গম্ভীর এই ব্যাপারে বলেছেন, আমি চাইব এমন ব্যবস্থা হোক যাতে দাদা ১০ মাসের বেশি সময় পদে থাকতে পারে। কম সময়ের জন্য কোনও পদে দায়িত্ব দিলে আখেরে কোনও লাভ হয় না। সব কিছু বুঝে উঠতে কিছুটা সময় তো লাগবেই। তা ছাড়া অনেক সিদ্ধান্তকে বাস্তবের রূপ দিতেও উপযুক্ত সময় পাওয়া দরকার।

আরও পড়ুন-  ওহ্ হিটম্যান! রাঁচিতে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার

গম্ভীর মনে করেন, সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় বিশ্ব ক্রিকেট এখনও আরও বেশি করে ভারতীয় ক্রিকেটের খোঁজ রাখবে। এতে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়বে। গম্ভীর আরও বলছিলেন, ''দাদার সমর্থনের প্রয়োজন। জন রাইটের সঙ্গে দাদা শেহবাগ, যুবরাজ, নেহেরা, জাহির খান, হরভজনের মতো ক্রিকেটারদের তুলে এনেছিল। সচিন, লক্ষ্মণ, কুম্বলের মতো দলের সিনিয়র ক্রিকেটাররাও একটা সময় দাদাকে সমর্থন জুগিয়েছিল। এবারও দাদার সেরকমই সমর্থনের প্রয়োজন।''

.