জার্মান জয়ের রকেট হারিয়ে গেল কালো তারায়। লামদের ঘাম ঝড়িয়ে রুখল ঘানা

জার্মান জয়ের রকেট হারিয়ে গেল কালো তারায়

Updated By: Jun 22, 2014, 09:39 AM IST

জার্মানি (২) ঘানা (২)

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ঘানার কাছে আটকে গেল জার্মানি। ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়তে হল জার্মানদের। ম্যাচ ড্র করায় দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা বিলম্বিত হল মুলারদের।

পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে সাড়া জাগিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেও দ্বিতীয় ম্যাচেই আটকে গেল জার্মানি। ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হল মুলারদের। ১৯৯৪,৯৮,২০০২ এবং ২০১০ দ্বিতীয় ম্যাচে হারের পুনরাবৃত্তি হয়নি ঠিকই। কিন্তু এদিন সেটাও হতে পারত। অল্পের জন্য রক্ষা পায় জোয়াকিম লোয়ের ছেলেরা। মিরোস্লাভ ক্লোজের গোল সেই লজ্জার হাত থেকে বাঁচায় জার্মানদের।

এদিন শুরু থেকেই ঘানার কাছে গতি আর ক্ষিপ্রতায় হার মানে জার্মানি। প্রথমার্ধে ম্যাচ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গটজের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু জার্মানদের সেলিব্রেশনের রেশ কাটার আগেই গোল শোধ করেন ঘানার আয়ে। খেলার ৬৩ মিনিটে ঘানাকে এগিয়ে দেন গিয়ান। যদিও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হন আফ্রিকানরা। ৭১ মিনিটে মিরোস্লাভ ক্লোজে গোল করে ম্যাচে সমতায় ফেরায় জার্মানিকে।

.