জার্মানিদের বিরুদ্ধে ফরাসিদের পারফরম্যান্স বেশ খারাপ
ইতালিকে হারিয়ে অতীতের খারাপ পরিসংখ্যান বদল করেছে জার্মানি। এবার ফ্রান্সের সামনে জার্মানির বিরুদ্ধে দুঃস্বপ্নের পরিসংখ্যান বদল করার সুযোগ। দুই দেশের শেষ তিনবারের সাক্ষাতে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারেনি ফরাসিরা। ব্রাজিল বিশ্বকাপেও হারতে হয়েছিল পোগবা,জেরুর্ডদের। এবার তাই বদলার জয়ের খোঁজে টিম ফ্রান্স। গত দুবছরে পরিস্থিতি বদলেছে। শক্তি বেড়েছে জিদানের দেশের। নিয়মিত গোল পাচ্ছেন জেরুর্ড, গ্রেইডজম্যানরা। পায়ের জাদুতে ইউরোর আসর মাতিয়ে নায়ক হয়ে উঠেছেন ডিমিত্রি পায়েত। এবার তাই অনেক বেশি সাবধানী জার্মান শিবির।
ওয়েব ডেস্ক: ইতালিকে হারিয়ে অতীতের খারাপ পরিসংখ্যান বদল করেছে জার্মানি। এবার ফ্রান্সের সামনে জার্মানির বিরুদ্ধে দুঃস্বপ্নের পরিসংখ্যান বদল করার সুযোগ। দুই দেশের শেষ তিনবারের সাক্ষাতে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারেনি ফরাসিরা। ব্রাজিল বিশ্বকাপেও হারতে হয়েছিল পোগবা,জেরুর্ডদের। এবার তাই বদলার জয়ের খোঁজে টিম ফ্রান্স। গত দুবছরে পরিস্থিতি বদলেছে। শক্তি বেড়েছে জিদানের দেশের। নিয়মিত গোল পাচ্ছেন জেরুর্ড, গ্রেইডজম্যানরা। পায়ের জাদুতে ইউরোর আসর মাতিয়ে নায়ক হয়ে উঠেছেন ডিমিত্রি পায়েত। এবার তাই অনেক বেশি সাবধানী জার্মান শিবির।
আরও পড়ুন রোনাল্ডোর সমালোচনা করলেন তাঁর দলের সতীর্থই!
সেমিফাইনালের আগে অতীতের কোনও পরিসংখ্যানকে পাত্তাই দিচ্ছেন না জার্মানির কোচ জোয়াকিম লো। ফরাসিদের বিরুদ্ধে নিজের দল সাজাতেও সমস্যায় জার্মানির টিম ম্যানেজমেন্ট। চোটের জন্য ইউরোয় নেই ম্যারিও গোমেজ। সেমিফাইনালে খেলতে পারবেন না খেদেইরা। অনিশ্চিত সোয়াইনস্টাইগার। নির্বাসিত ম্যাট হামেলস। এই পরিস্থিতিতে প্রথম একাদশে বেশ কয়েকটা পরিবর্তন করতেই হবে জার্মানির কোচকে। পোগবাদের দৌড় থামাতে মাঝমাঠে নতুন মুখ আনছেন লো।
আরও পড়ুন অনিল কুম্বলে গুগলিতে কুপোকাত করলেন প্রতিদ্বন্দ্বীদের!