জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রবিবার রাতে ইউক্রেনকে দুই-শূন্য গোলে হারাল জোয়াকিম লো-র দল। ফ্রান্সে ইউরো অভিযানে নামার আগে পাঁচটার মধ্যে তিনটে প্রস্তুতি ম্যাচে হারতে হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের। তাই ইউরোর প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিঃসন্দেহে স্বস্তি দেবে মুলার-ওজিলদের। খেলার উনিশ মিনিটে মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। ম্যাট হামেলস খেললে হয়ত মাঠে নামাই হত না জার্মানির এই ডিফেন্ডারের।

Updated By: Jun 13, 2016, 03:25 PM IST
জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

ওয়েব ডেস্ক: জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রবিবার রাতে ইউক্রেনকে দুই-শূন্য গোলে হারাল জোয়াকিম লো-র দল। ফ্রান্সে ইউরো অভিযানে নামার আগে পাঁচটার মধ্যে তিনটে প্রস্তুতি ম্যাচে হারতে হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের। তাই ইউরোর প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিঃসন্দেহে স্বস্তি দেবে মুলার-ওজিলদের। খেলার উনিশ মিনিটে মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। ম্যাট হামেলস খেললে হয়ত মাঠে নামাই হত না জার্মানির এই ডিফেন্ডারের।

সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে যান মুস্তাফি। গোল খাওয়ার পরের সময়টা ম্যাচে দাপিয়ে বেড়ায় ইউক্রেন। বিরঠির ঠিক আগে বোয়তাং গোললাইন সেভ না করলে ম্যাচ সমতাও ফেরাত পারত তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটা গোছানো জার্মানিকে পাওয়া যায়। খেলরা ইনজুটি টাইমে সুপার সাব বাস্তিন সোয়াইনস্টেইগারের গোল জোয়াকিম-র লো-র দলের জয় নিশ্চিত করে দেয়। গত পাঁচ বছরে ম্যান ইউয়ের  প্রাক্তন মিডফিল্ডারের এটা প্রথম গোল।

.