‘দুর্ভাগ্যজনক ঘটনা’, Christian Eriksen-এর দ্রুত সুস্থতা কামনা করলেন Sourav

আইপিএল এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে আশাবাদী BCCI প্রেসিডেন্ট।

Updated By: Jun 13, 2021, 06:05 PM IST
‘দুর্ভাগ্যজনক ঘটনা’, Christian Eriksen-এর দ্রুত সুস্থতা কামনা করলেন Sourav

নিজস্ব প্রতিবেদন: ইউরো কাপের ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ। ম্যাচের মাঝেই আচমকাই জ্ঞান হারান ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen)। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিশ্চিয়ান এরিকসনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

রবিবার বেহালার চৌরাস্তায় সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে সাধারণ মানুষকে টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়। ওই অনুষ্ঠানে হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে ক্রিশ্চিয়ান এরিকসন প্রসঙ্গে বাংলার মহারাজ জানান, ওই ঘটনায় প্রথমে তিনিও উদ্বেগের মধ্যে ছিলেন। তবে এখন এরিকসনের বিপদ অনেকটা কেটে যাওয়ায়, স্বস্তিতে রয়েছেন। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট।

আরও পড়ুন: UEFA EURO 2020: শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে সতীর্থদের শুভেচ্ছাবার্তা Eriksen-র

আরও পড়ুন: Copa America 2021: এবার Bolivia শিবিরে Corona-র হানা
 

সুষ্ঠু ভাবে আইপিএল এবং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করা নিয়েও এদিন আশা প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডে World Test Championship খেলতে যাওয়া ভারতীয় দলেরও প্রশংসা করেন তিনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.