দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের ম্যানেজার গোনি
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ ম্যাচের জন্য ভারতীয় দলের ম্যানেজার হয়েছেন জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ আসলাম গোনি। কিন্তু তাঁকে ম্যানেজার নিয়োগ করে বিপাকে পড়েছে বিসিসিআই।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ ম্যাচের জন্য ভারতীয় দলের ম্যানেজার হয়েছেন জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ আসলাম গোনি। কিন্তু তাঁকে ম্যানেজার নিয়োগ করে বিপাকে পড়েছে বিসিসিআই।
গোনির বিরুদ্ধে কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে। এমন সময় তাঁকে ভারতীয় দলের ম্যানেজার করা হয়েছে যখন খোদ তাঁর অ্যাসোসিয়েশন তাঁর পদত্যাগ দাবি করছে। বিসিসিআই অবশ্য জম্মু কাশ্মীর বিধানসভায় দাবি ওঠা সত্বেও গনির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।