করোনার কোপে ক্লাবের অনুশীলন; সরকারি নির্দেশে যুবভারতীতে অনুশীলন বন্ধ
দুই প্রধানের অনুশীলনে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পুনরায় আই লিগ শুরু হওয়াও এখন বিশ বাঁও জলে।
![করোনার কোপে ক্লাবের অনুশীলন; সরকারি নির্দেশে যুবভারতীতে অনুশীলন বন্ধ করোনার কোপে ক্লাবের অনুশীলন; সরকারি নির্দেশে যুবভারতীতে অনুশীলন বন্ধ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/17/239887-ybk.jpg)
নিজস্ব প্রতিবেদন : করোনার কোপে এবার ক্লাবগুলোর অনুশীলন। সরকারি নির্দেশ মতো যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে ৩১ মার্চ পর্যন্ত অনুশীলন করতে পারবে না মোহনবাগান-ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে অনুশীলনের ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা।
বুধবার থেকে পুনরায় অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। সেই পরিকল্পনা বাতিল করেছেন কোচ মারিও। এক সপ্তাহ ছুটির পর অনুশীলন শুরু করার কথা ছিল মোহনবাগানেরও। সেই পরিকল্পনাও বাতিল করতে হয়েছে আই লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুনকে।
দুই প্রধানের অনুশীলনে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পুনরায় আই লিগ শুরু হওয়াও এখন বিশ বাঁও জলে। রিজার্ভ দল তৈরির জন্য ট্রায়াল চলছিল ইস্টবেঙ্গল মাঠে। সেই ট্রায়ালও আপাতত বন্ধ করে দিয়েছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - নতুন কোচের খোঁজে এফ সি গোয়া, তালিকায় দুঙ্গা, হিডিঙ্ক, এরিকসন