মহারণের সমীকরণ : গ্রুপ H
চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছিল কলম্বিয়া। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হোসে পেকেরম্যানের দল
নিজস্ব প্রতিবেদন : ১৪ জুন রাশিয়ায় শুরু বিশ্ব ফুটবলের মহারণ। ৮টি গ্রুপে ভাগ হয়ে মোট ৩২ দেশের লড়াই। H গ্রুপে রয়েছে পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া এবং জাপান।
পোল্যান্ড |
বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ সেরা হয়েই রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে পোল্যান্ড। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার লেওয়ানডস্কি, জুভেন্তাসের গোলকিপার ওজচিয়েছ সজেকজেন্সি, বরুশিয়া ডর্টমুন্ডের রাইট ব্যাক লুকাজ পিসজকজেক এবং নেপোলির স্ট্রাইকার আরকাদিউজ মিলিককে নিয়ে শক্তিশালী দল গড়েছে পোল্যান্ড। সহজেই গ্রুপ পর্ব পেরোনার মতো শক্তি রয়েছে পোল্যান্ডের। মত ফুটবল পন্ডিতদের।
সেনেগাল |
রাশিয়ার মাটিতে সেনেগালও স্বপ্ন দেখছে ২০০২ বিশ্বকাপের মতো কিছু একটা করতে। ২০০২ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল আফ্রিকার দলটি। তারপর আবার বিশ্বকাপের মূলপর্বে সেনেগাল। লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানের ওপর অনেকটাই নির্ভর করছেন কোচ আলিও সিজে।
কলম্বিয়া |
চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছিল কলম্বিয়া। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হোসে পেকেরম্যানের দল। গত বিশ্বকাপে নজরকাড়া হামেস রডরিগেজের সঙ্গে এবার রয়েছেন রাদামেল ফালকাও। চার বছর আগে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যান ফালকাও। কিন্তু ফালকাওকে সামনে রেখে কলম্বিয়ার আক্রমনভাগ তৈরি হচ্ছে।
জাপান |
টানা ষষ্ঠবার ব্লু সামুরাইদের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হবার পরই বিতর্কিত ভাবে বরখাস্ত করা হয় কোচ ভাহিদ হালিরহজিককে। পরিবর্তে জাপানের নতুন কোচ হন গাম্বা ওসাকার প্রাক্তন কোচ আকিরা নিশিনো। জে লিগ এবং ইউরোপীয় ক্লাবে খেলা কেইসুকে হোন্ডা, শিনজি ওকাজাকি, হোতারু ইয়ামাগুচি, ইওশিনোরি মুতোদের নিয়ে গড়া এবারের জাপানি দলটি বিশ্বকাপে চমক দিতে তৈরি।