নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৪৮ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে 'টেবিল-টপার' গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস (GT vs PBKS)। মঙ্গলবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Mumbai) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচে চারে ব্যাট করতে নেমে হার্দিক মাত্র ৭ বলে খেলে ১ রানে আউট হয়ে যান। পঞ্জাব পেসার ঋষি ধাওয়ানের (Rishi Dhawan) অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ময়াঙ্ক আগরওয়ালের হাতে ক্যাচ তুলে দেন হার্দিক! ফর্মে থাকা হার্দিককে ফিরিয়ে ঋষি তাঁর উদ্দেশ্যে 'ফ্লাইং কিস' দেন। এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়।



গত ম্যাচে ঋষি ফুটবলারদের মতো মুখে ‘প্রোটেকশন গিয়ার’ পরে বল করেছিলেন। এদিনও তাঁর মুখে রয়েছে সেই বিশেষ মুখোশ। চলতি বছর রঞ্জি ট্রফিতে বোলিংয়ের সময় ফল থ্রু'তে ঋষির মুখে বল লেগেছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ঋষির নাকে অস্ত্রোপচারও হয়। সেইজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই বিশেষ ‘প্রোটেকশন গিয়ার’ পরছেন ঋষি। চলতি বছর মেগা নিলামে ৫৫ লাখ টাকায় ঋষি ধাওয়ান দলে নিয়েছে পঞ্জাব।


আরও পড়ুন: West Indies: অবসর নিয়েছেন পোলার্ড! এবার এই ক্রিকেটারকে সীমিত ওভারের অধিনায়ক করল উইন্ডিজ


আরও পড়ুন: Hardik Pandya, GT vs PBKS: টস জিতে শিশুর মতো উচ্ছ্বাস হার্দিকের! হতবাক ফ্যানরা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)