টুইটারে ছবি পোস্ট করলেন যুবি
কেমোথেরাপি নেওয়ার কারণে চুল হারিয়েছেন যুবরাজ। শুক্রবার সেই ছবি পোষ্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে। তাঁর মানসিক শক্তি বাড়ানোর জন্য রযেছেন চিকিত্সক, ক্রিকেটমহল। রয়েছে গোটা দেশ।
ক্রিকেট মাঠে ইনিংস জেতানো বহু খেলা খেলেছেন টিম ইন্ডিয়ার অন্যতম সৈনিক যুবরাজ সিংহ। কিন্তু এই মুহূর্তে তিনি জীবনের ইনিংসে জয়ী হওয়ার লড়াই চালাচ্ছেন। ক্যানসারে আক্রান্ত যুবির কেমোথেরাপি শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। এই মুহূর্তে আমেরিকায় চিকিত্সাধীন রয়েছেন। কেমোথেরাপি নেওয়ার কারণে চুল হারিয়েছেন যুবরাজ। শুক্রবার সেই ছবি পোষ্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে। তাঁর মানসিক শক্তি বাড়ানোর জন্য রযেছেন চিকিত্সক, ক্রিকেটমহল। রয়েছে গোটা দেশ।
নভেম্বরে ফুসফুসে ক্যানসার ধরা পরার পর থেকে যুবিকে আর মাঠে দেখা যায়নি। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও অনুপস্থিত তিনি। এপ্রিলে শুরু হচ্ছে আইপিএল, কিন্তু মাঠে পাওয়া যাবে না যুবিকে। কিন্তু গোটা দেশবাসীর বিশ্বাস যুবরাজ সুস্থ হয়ে আবার ফিরবেন মাঠে। যুবরাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন আপামর দেশবাসী।