হল অফ ফেমে গাভাস্কর

আরেকটি পালক সুনীল গাভাস্করের মুকুটে। এবার আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। দুবাইতে এক অনুষ্ঠানে সম্মানিত হলেন তিনি। গাভাস্কারের হাতে হল অফ ফেমের সাম্মানিক টুপি তুলে দেন তাঁরই সতীর্থ ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং হল অফ ফেমের আর এক ভারতীয় তারকা কপিল দেব।

Updated By: Feb 9, 2012, 11:42 PM IST

আরেকটি পালক সুনীল গাভাস্করের মুকুটে। এবার আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। দুবাইতে এক অনুষ্ঠানে সম্মানিত হলেন তিনি। গাভাস্কারের হাতে হল অফ ফেমের সাম্মানিক টুপি তুলে দেন তাঁরই সতীর্থ ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং হল অফ ফেমের আর এক ভারতীয় তারকা কপিল দেব। প্রাথমিক ভাবে হল অফ ফেমে যে ৫৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন তার মধ্যে অন্যতম হলেন গাভাস্কর।

.