আজ জন্মদিন হিউজেসের, চোখের জলে পালন করছে অস্ট্রেলিয়া
বলের আঘাতে মৃত ক্রিকেটার ফিলিপ হিউজেসের আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ জন্মদিনটা আনন্দে কাটাতেন। সেখানে তাঁর জন্মদিনে আজ গোটা দেশের চোখে জল। ডেভিড ওয়ার্নার থেকে মাইকেল ক্লার্ক সবাই আজ কাঁদছেন। ৬৩ রানে ব্যাট করা অবস্থাতেই মারা গিয়েছিলেন হিউজেস। সেই ৬৩ রান করার পরই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাট তুলে রেখে প্যাভিলিয়নে ফিরছেন।
ওয়েব ডেস্ক: বলের আঘাতে মৃত ক্রিকেটার ফিলিপ হিউজেসের আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ জন্মদিনটা আনন্দে কাটাতেন। সেখানে তাঁর জন্মদিনে আজ গোটা দেশের চোখে জল। ডেভিড ওয়ার্নার থেকে মাইকেল ক্লার্ক সবাই আজ কাঁদছেন। ৬৩ রানে ব্যাট করা অবস্থাতেই মারা গিয়েছিলেন হিউজেস। সেই ৬৩ রান করার পরই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাট তুলে রেখে প্যাভিলিয়নে ফিরছেন।
একের পর এক টুইটে আজ হিউজেসকে স্মরণ করছে গোটা ক্রিকেট বিশ্ব। এদিকে, সূত্রের খবর ব্রিসবনে প্রথম টেস্ট হচ্ছে না। ১২ ডিসেম্বর অ্যাডিলেডেই হবে প্রথম টেস্ট। সেক্ষেত্রে সিরিজ চারের বদলে তিন টেস্টের হতে পারে। এখনও অস্ট্রেলিয়ার ক্রিকেটররা মানসিকভাবে খেলার জন্য তৈরি নয় বলে অস্ট্রেলিয়ার টিম ম্যানজেমেন্টের পক্ষ থেকে অসি বোর্ডকে জানিয়ে দেওয়া হয়।
Happy birthday my little buddy. I'm glad I got to spend your last day with you. I miss you and will… http://t.co/Y65uurhyfE
— David Warner (@davidwarner31) November 30, 2014
আগামী বুধবার হিউজেসের স্মরণসভা হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। সোশ্যাল মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এই মর্মে একটি প্রেস রিলিজ পোস্ট করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
আগামী বুধবার দুপুর ২টো নাগাদ হিউজেসের নিজের শহর ম্যাকসভিলে হবে তাঁর স্মরণসভা। অস্ট্রেলিয়ার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর স্মরণসভায়। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। তবে অন্তত ম্যাচ শুরুর দিন অন্তত ৩ দিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যালান বর্ডার। ব্রিসবনের টেস্ট ম্যাচের দিনও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন রিকি পন্টিং।