সব জলে গেল! লকডাউনে মদের দোকানে ভিড় দেখে রেগে লাল ভাজ্জি
মদের দোকানের সামনে উপচে পড়া ভিড়। দেশের মানুষের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে বেজায় চটেছেন ভাজ্জি।
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এক মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন পর্ব। গত কয়েকদিন দেশে সংক্রমণের মাত্রা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ছাড়়া কোনও বিকল্প নেই। এদিকে লকডাউনের মাঝে সোমবার থেকেই দেশে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে
কেন্দ্র। স্বাস্থ্যবিধি মেনে দোকান খুললেও দেশের বিভিন্ন শহরে প্রথম দিনেই উপচে পড়া ভিড়। যা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। এই ছবি দেখে রেগে লাল হয়ে গিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।
Jo mehnat kari thi sabne mil kar itne dinno se aaj sharab k theke khol kar sab Khaaarab kar di.. this isn’t good.. so many people on streets..where is the social distancing gone ?? This is not good for any of you and for any of us and for India.. very sad pic.twitter.com/JhQ1EoMtHY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 4, 2020
মদের দোকানের সামনে উপচে পড়া ভিড়। দেশের মানুষের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে বেজায় চটেছেন ভাজ্জি। তিনি লেখেন, "সবাই মিলে একসঙ্গে মদের দোকানের সামনে ভিড় করেছে, এতদিনের সব পরিশ্রম জলে গেল। এটা একেবারেই ঠিক হল না। সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে এত লোক একসঙ্গে বেরিয়ে পড়ল রাস্তায়, এর ফল খুব খারাপ হবে। সকলের জন্য, দেশের জন্য। খুবই দুঃখজনক ঘটনা।"
আরও পড়ুন - শারজায় 'মরু ঝড়' নিয়ে মুখ খুললেন মাস্টার ব্লাস্টার! বললেন প্রথম সোশ্যাল ডিস্টেন্সিং ভাঙার গল্প