Harbhajan Singh: ম্যাচ ফিক্সিং ইস্যুতে পাক ফ্যানেদের বিরুদ্ধে তোপ হরভজনের
নেট রান রেটের বিচারে আপাতত লিগ টেবিলে তিন নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: ভারত টি-২০ বিশ্বকাপের শেষ দু'টি ম্যাচে (আফগানিস্তান ও স্কটল্যান্ড) ফিক্সিং করেছে! সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ এনেছেন পাকিস্তানের ফ্যানেরা। এবার তাঁদের বিরুদ্ধেই তোপ দাগলেন হরভজন সিং (Harbhajan Singh)। ভারত পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপের অভিযান শুরু করে। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারায় টিম ইন্ডিয়াকে। কিন্তু বিরাট কোহলির দল (Virat Kohli) দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রেখেছে। আফগানিস্তানকে ৬৬ রানে ও স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ভারত জয়ের ট্র্যাকে ফিরেছে।
ভারতের এই দুই জয়েই ম্যাচ গড়াপেটার গন্ধ পেয়েছেন পাক ফ্যানেরা। তাঁদের উদ্দেশে ভিডিও পোস্ট করে হরভজন বলেন, "পাকিস্তান আমাদের বিরুদ্ধে দারুণ ক্রিকেট খেলেই জিতেছে। এটা আমরা মেনে নিয়েছি। সকলেই পাকিস্তানের প্রশংসা করেছে এভাবে ভারতকে হারানোর জন্য। কিন্তু পাকিস্তানের ফ্যানেরা দুর্ব্যবহার শুরু করেছে। তাঁরা মনে করছেন যে, তাঁরা ফেয়ার ক্রিকেট খেলেই জিতেছেন। আর আমাদের জয়ে সন্দেহ প্রকাশ করছে। যেটা একেবারেই ঠিক নয়। ম্যাচ ফিক্সিংয়ের কথা একেবারে ভুল। সবাই জানে পাক ক্রিকেটারদের কী ভাবমূর্তি!আসলে পাকিস্তানের ফ্য়ানেরা ভারতকে হারিয়েছে, এটা নিজেরাই হজম করতে পারছে না। আসলে বিশ্বকাপে এত বছর পর পাকিস্তান আমাদের বিরুদ্ধে জিতেছে। মানুষ যেভাবে আমাদের ও রশিদ খানের ওপর অভিযোগ আনছেন, তা অত্যন্ত হীন মানসিকতার ও অত্যন্ত অসম্মানজনক। এসব বলা চূড়ান্ত বোকামি। অবিলম্বে বন্ধ হোক"।
আরও পড়ুন: SC East Bengal: দেখুন ইস্টবেঙ্গলের নতুন জার্সি, লাল-হলুদ আবেগে আগুন ধরিয়ে দেবে
Stop this nonsense trend on Twitter .. https://t.co/i80qeUAMJq
(@harbhajan_singh) November 6, 2021
দুর্বল স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর নেট রান রেটের বিচারে আপাতত লিগ টেবিলে তিন নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রান রেট +১.২৭৭। সেখানে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারতের রান রেট দাঁড়িয়েছে +১.৬১৯। ফলে ৪ ম্যাচে ৪ পয়েণ্ট পেলেও রানরেটের বিচারে আফগানরা চারে নেমে এল। তাদের রানরেট +১.৪৮১। ফলে আগামিকাল নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের দিকেই থাকবে সকলের চোখ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)