Hardik Pandya | Rohit Sharma | IPL 2024: 'প্রয়োজন হলে রোহিত...'! চর্চায় অধিনায়কত্ব বদল, নীরবতা ভাঙলেন হার্দিক

Hardik Pandya Breaks Silence On Captaincy Change Row With Rohit Sharma: ১০ বছরের অধিনায়ককে সরিয়ে তাঁকে বসানো হয়েছে সিংহাসনে। এবার সেই নিয়ে মুখ খুললেন হার্দিক পাণ্ডিয়া।

Updated By: Mar 18, 2024, 07:52 PM IST
Hardik Pandya | Rohit Sharma | IPL 2024: 'প্রয়োজন হলে রোহিত...'! চর্চায় অধিনায়কত্ব বদল, নীরবতা ভাঙলেন হার্দিক
হার্দিক মুখ খুলে যা জানানোর জানিয়ে দিলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীল সাম্রাজ্য়ে রোহিত শর্মা (Rohit Sharma) যুগের অবসান! মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মসনদে এখন থেকে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। চব্বিশের আইপিএলে (IPL 2024) হার্দিকের নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। 

আইপিএলের দলবদলের বাজারে মুম্বইয়ের ট্রেডিংয়ে সকলের চোখ কপালে উঠেছিল। তারা ১৫ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গুজরাত টাইটান্স (Gujarat Titans) থেকে হার্দিককে ফিরিয়েছিল দলে। নীতা আম্বানির (Nita Ambani) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের (CVC Capital Partners) নগদ অর্থেই হয় রেকর্ড লেনদেন। 

আরও পড়ুন: 'ও পাঁচবার'...ভাইয়ের মতো ভালোবাসেন রোহিতকে, প্রিয়জনের অবিচারে ফুঁসছেন যুবরাজ!

২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ে খেলা হার্দিককে ফিরিয়েই মুম্বই কোথাও বুঝিয়ে দিয়েছিল যে, নেতৃত্বের ব্য়াটন উঠতে চলেছে দেশের নক্ষত্র অলরাউন্ডারের হাতে। আর বাস্তবে ঠিক সেটাই ঘটেছিল গতবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। 

নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ। আগামী ২৪ মার্চ মুম্বইয়ের আইপিএল অভিযান শুরু হচ্ছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আচমকাই এভাবে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্তে বহু মুম্বই ইন্ডিয়ান্সের ফ্য়ানই আঘাত পেয়েছেন। এমনকী তাঁরা হার্দিককে ডেকে প্রকাশ্যে 'রোহিত...রোহিত...' বলে ডেকেও ট্রোল করেছেন। মাঠে নামার আগে এবার হার্দিক মুখ খুললেন অধিনায়কত্ব বদল নিয়ে।

হার্দিক সাংবাদিক বৈঠকে বলেন, দেখুন, আলাদা কিছুই হবে না। কারণ আমার সাহায্যের প্রয়োজন হলে রোহিত আমাকে সাহায্য করার জন্য় সেখানে থাকবে। একই সঙ্গে আপনারা এটাও বলে দিয়েছেন যে, তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যা আমাকে সাহায্য় করেছে। এই দল রোহিতের নেতৃত্বেই সব কিছু অর্জন করেছে। আমি শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি মনে করি না যে, এটি অদ্ভুত বা আলাদা কিছু হবে। এক সুন্দর অনুভূতি হতে চলেছে, কারণ আমরা ১০ বছর ধরে একসঙ্গে খেলছি, আমি আজীবন তাঁর নেতৃত্বে খেলেছি। আমি জানি এই মরসুমে রোহিতের হাত আমার কাঁধেই থাকবে।'

হার্দিক মুম্বইতে আসতেই লেখা হয় আইপিএল ইতিহাস। এই প্রথম কোনও আইপিএল জয়ী অধিনায়ক দলবদল করলেন। ২০২২ সালে গুজরাতের আইপিএল অভিষেক হয়। আর শুরুতেই হার্দিকের টিম চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে হার্দিকের দল রানার্স হয়েছিল।  হার্দিক এদিন বলেন, ফিরে আসতে পেরে সত্যিই দারুণ লাগছে। ২০১৫ সাল থেকে এই যাত্রার শুরু। আমি কখনও ভাবিনি যে, এই জায়গায় আসতে পারব। ওয়াংখেড়ে আমার প্রিয় মাঠ, খেলার জন্য় মুখিয়ে আছে।' দেখা যাক এবার হার্দিকের মুম্বই কী করতে পারে!

আরও পড়ুন: Rajasthan Royals | RCB | WPL 2024: রাজস্থান মাঠে নামাল জেঠালালকে! আরসিবিকে খোঁচার শুভেচ্ছা, ভেঙে পড়ল ইন্টারনেট

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.