বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স, পঞ্জাব পুলিসে চাকরির জন্য হরমনপ্রীতকে প্রস্তাব মুখ্যমন্ত্রী অমরিন্দার সিংয়ের
ব্যুরো: শুধু বাইশ গজে নয়, জীবনযুদ্ধেও জিতলেন হরমনপ্রীত কউর। শুধুমাত্র মেয়ে ক্রিকেটার বলে দুহাজার এগারোতে পঞ্জাব পুলিসে চাকরি পাননি। তখনও তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন। কিন্তু একটা চাকরির ভীষণ প্রয়োজন ছিল তার। হরমনপ্রীত চাকরির জন্য পঞ্জাব পুলিসে আবেদনও করেছিলেন। কিন্তু পঞ্জাব পুলিসের তরফ থেকে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল তিনি হরভজন সিং নন যে তাকে চাকরি দেওয়া হবে। পঞ্জাব পুলিসের এক সিনিয়র অফিসার আরও জানিয়েছিলেন মেয়ে ক্রিকেটারদের জন্য কোনও চাকরি সংরক্ষিত নেই।
অথচ ছয় বছর ঘুরতে না ঘুরতেই সেই হরমনপ্রীতকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং পঞ্জাব পুলিসের ডিএসপি পদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই পুরস্কার। এখানেই শেষ নয় পাঁচ লক্ষ টাকা পুরস্কারও দিচ্ছে পঞ্জাব সরকার। সাবাস হরমনপ্রীত। লড়ে নিজের সম্মান আদায় করে নিয়ে এই পঞ্জাব কন্যা বুঝিয়ে দিলেন ছেলেদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই মেয়েরা।
Proud of Punjab's daughter @ImHarmanpreet Kaur for steering India into the Women's Cricket World Cup final with a superb performance!
— Capt.Amarinder Singh (@capt_amarinder) July 21, 2017
Thank You @capt_amarinder https://t.co/MrAZboaM6q
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) July 22, 2017