ভারতের মেয়েদের মানসিকতায় বদল এনেছে এই বিশ্বকাপ: ঝুলন গোস্বামী
ব্যুরো: ঠিক বারো বছর আগে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারও ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের জেরে বিশ্বকাপ অধরাই থেকে গেছে ভারতের কাছে। কিন্তু দুবারের মধ্যে আকাশ পাতাল তফাত দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। তিনি মনে করেন এবারের পারফরম্যান্স ভারতের মেয়েদের ভাবতে শিখিয়েছে তাদের অনেকদূর যাওয়ার ক্ষমতা আছে। তারা আরও অনেক ভাল পারফর্ম করতে পারেন।
দুহাজার পাঁচ সালের দলের সদস্যদের ভাবনায় তা ছিল না। সেই দলে ঝুলনও ছিলেন। কিন্তু হরমনপ্রীত,মান্ধানা,বেদা,পুনমদের মধ্যে প্রতিভার পাশাপাশি খিদেটাও রয়েছে। এটাই ভারতীয় দলকে অনেকটা এগিয়ে দেবে বলে মনে করেন তিনি। তার মতে টুর্নামেন্টের শুরুতে কেউ তাদেরকে ফাইনালিস্ট হিসেবে ধরেইনি। কিন্তু মেয়েরা টিমওয়ার্কে জোর দিয়ে এগিয়েছেন। একজন ব্যর্থ হলে অন্য জন তা ঢেকে দিয়েছেন। এই মানসিকতাই আগামিদিনে আরও ভাল ফল করতে সাহায্য করবে বলেই মনে করেন ঝুলন। আরও পড়ুন- ভারত হারলেও ঝুলনের বোলিং পারফরম্যান্স মন জিতে নিল
Jhulan Goswami is India's pride, whose wonderful bowling helps the team in key situations. All the best Jhulan.
— Narendra Modi (@narendramodi) July 23, 2017
Winning n losing is a part of the game,we should always applaud good performances just like today #JhulanGoswami 's spell
— Irfan Pathan (@IrfanPathan) July 23, 2017