ক্লাশ নাইনে পড়ার বয়সে দেশের হয়ে খেলে ফেলেছিলেন টেস্ট! যা আজও রেকর্ড
আজ ২৪ অক্টোবর। ক্রিকেট ইতিহাসে সব থেকে কম বয়সে ডেব্যু করার রেকর্ডও আজকের দিনেই! ক্রিকেটারের নাম হাসান রাজা আর দেশ অবশ্যই পাকিস্তান।
ওয়েব ডেস্ক: আজ ২৪ অক্টোবর। ক্রিকেট ইতিহাসে সব থেকে কম বয়সে ডেব্যু করার রেকর্ডও আজকের দিনেই! ক্রিকেটারের নাম হাসান রাজা আর দেশ অবশ্যই পাকিস্তান।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৩ সালের ২৪ অক্টোবর এই ডানহাতি ব্যাটসম্যানের অভিষেক ঘটেছিল।
২০০৩ সালের আজকের দিনে হাসান রাজার বয়স ছিল মাত্র ১৪ বছর ২২৭ দিন। না, এই বয়সে ক্লাশ নাইনের বেশি উপরে পড়ে না, আমার আপনার কোনও পরিচিত মানুষ।
অথচ, হাসান রাজা সেই বয়সে দেশের হয়ে টেস্টও খেলতে নেমে গিয়েছিলেন। লোকে বলে, হাসান রাজার মতো প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে শুধুমুধু ওই রেকর্ড করাতে গিয়ে, তাঁর টেস্ট কেরিয়ারটাই নষ্ট করে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড।
কারণ, সাতটির বেশি টেস্ট আর খেলা হয়নি হাসান রাজার। হলই বা। টেস্ট ক্রিকেটের কম বয়সি ডেব্যু নিয়ে কথা বলতে হলে, আজও যে আসে হাসান রাজার নাম।