নিজস্ব প্রতিবেদন: কাঠুয়াকাণ্ডে দোষীদের ফাঁসি চেয়ে মোমবাতি মিছিল, আর সেখানেই জম্মু ও কাশ্মীরের ৮ বছরের নির্যাতিতার সঙ্গে নিজের তুলনা টানলেন সামি পত্নী হাসিন জাহাঁ। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীরের ৮ বছরের নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে, একই ধরণের ঘটনার শিকার হয়েছেন তিনিও। কলকাতার রাজপথে মোমবাতি মিছিলে হাঁটতে হাঁটতেই হাসিন বলেন, "যারা দোষ করেছে তাদের শাস্তি দেওয়া উচিত। আমিও এই একই ধরনের ঘটনার (কাঠুয়াকাণ্ড) শিকার হয়েছি। কিন্তু আমি মরে যাইনি। আমাকেও ধর্ষণ করে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।"  

আরও পড়ুন- ক্রিকেটকে অলেম্পিক্সে অন্তর্ভুক্ত করতে কোমর বেঁধে ঝাঁপাবে ICC

কাঠুয়াকাণ্ডের নির্যাতিতার বিচারের জন্য সওয়াল করে সামি-পত্নী একই সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের কথাও। "২ মাস ধরে লড়াই করছি", এদিন বিচার চেয়ে ভারতীয় স্পিডস্টার-সহ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহাঁ। 

আরও পড়ুন- বন্ধ হয়ে গেল ICC চ্যাম্পিয়নস ট্রফি, বদলে হবে টি২০ বিশ্বকাপ 

English Title: 
Hasin Claims Her Case Is Similar To Kathua Rape Case
News Source: 
Home Title: 

কাঠুয়াকাণ্ডের নির্যাতিতার সঙ্গে নিজের তুলনা করলেন হাসিন জাহাঁ

কাঠুয়াকাণ্ডের নির্যাতিতার সঙ্গে নিজের তুলনা করলেন হাসিন জাহাঁ
Yes
Is Blog?: 
No
Section: