রাহুল,ঋষভ না সঞ্জু -ধোনির উত্তরসূরি বেছে দিলেন নেহেরা-বাঙ্গাররা

আশিস নেহেরা, সঞ্জয় বাঙ্গাররা আবার ইতিমধ্যেই দাবি তুলেছেন ধোনির উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হোক পন্থকেই।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 7, 2020, 02:54 PM IST
রাহুল,ঋষভ না সঞ্জু -ধোনির উত্তরসূরি বেছে দিলেন নেহেরা-বাঙ্গাররা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি কে হবেন? জল্পনা তুঙ্গে। লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ? আমিরশাহি আইপিএলে ওপেনিংয়ে লোকেশ রাহুল নির্ভরতা দিচ্ছেন। চার-ছয়ের খেলায় মাতিয়ে দিয়েছেন সঞ্জু স্যামসন। একটু পিছিয়ে পড়েছিলেন পন্থ। কিন্তু পরপর দুটো ম্যাচে ভালো ব্যাটিংয়ের সুবাদে আবার রাহুল আর সঞ্জুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে লড়াইয়ে ঢুকে পড়েছেন।

আশিস নেহেরা, সঞ্জয় বাঙ্গাররা আবার ইতিমধ্যেই দাবি তুলেছেন ধোনির উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হোক পন্থকেই। টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের মতে, "উইকেট কিপিংয়ে ধোনির বদলি হোক ঋষভ পন্থ। এবারের আইপিএলের যেভাবে খেলছে তা এককথায় দারুন। আমার মনে হয়, ভারতীয় ব্যাটিং অর্ডারে একজন বাঁহাতি দরকার।"

অন্যদিকে প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহেরার কথায়, "যদি আমরা টেস্ট ক্রিকেটে উইকেটকিপারের কথা ভাবি, তাহলে কোচ ও ক্যাপ্টেন কি চায়, সেটা দেখতে হবে। তবে আমি সঞ্জয়ের সঙ্গে একমত। টিম ইন্ডিয়ার উচিত পন্থকেই প্রাধান্য দেওয়া।"

আরও পড়ুন- কৃষ্ণাঙ্গ বলেই স্বীকৃতি পাইনি, মেলেনি যোগ্য মর্যাদা! বোমা ফাটালেন সেরেনা  

.