বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম ১০-এ নেই কোনও ভারতীয়!

টি ২০ বিশ্বকাপের প্রায় শেষ ল্যাপ চলছে। ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল। কয়েকটি দল রয়েছে সেমিফাইনালের দৌড়ে। কার হাতে কাপ উঠবে, সে তো সময়ই বলবে। তার আগে এমন কিছু তথ্য দিই, যেগুলো আপনাকে বেশ অবাক করবে বা মজা দেবে।

Updated By: Mar 26, 2016, 03:29 PM IST
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম ১০-এ নেই কোনও ভারতীয়!

ওয়েব ডেস্ক: টি ২০ বিশ্বকাপের প্রায় শেষ ল্যাপ চলছে। ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল। কয়েকটি দল রয়েছে সেমিফাইনালের দৌড়ে। কার হাতে কাপ উঠবে, সে তো সময়ই বলবে। তার আগে এমন কিছু তথ্য দিই, যেগুলো আপনাকে বেশ অবাক করবে বা মজা দেবে।

জানেন এই টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের তালিকায় কোনও ভারতীয়র নাম প্রথম ১০-এ নেই! হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। কারণ, সর্বোচ্চ রানের তালিকায় একটু চোখ বোলান।

১) তামিম ইকবাল (বাংলাদেশ)- ৬ ম্যাচ - ৫ ইনিংস - ২৯২ রান

২) মহম্মদ শেহজাদ (আফগানিস্থান) - ৬ ম্যাচ - ৬ ইনিংস - ১৯৮ রান

৩) কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকা)- ৩ ম্যাচ - ৩ ইনিংস - ১৪৪ রান

৪) জো রুট (ইংল্যান্ড) - ৩ ম্যাচ - ৩ ইনিংস - ১৪৩ রান

৫) সাব্বির রহমান (বাংলাদেশ) - ৭ ম্যাচ - ৬ ইনিংস - ১৩৫ রান

৬) সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৭ ম্যাচ - ৬ ইনিংস - ১২৭ রান

৭) মার্টিন গাপ্তিল (নিউজিল্যান্ড) - ৩ ম্যাচ - ৩ ইনিংস - ১২৫ রান

৮) আসগর (আফগানিস্থান) - ৬ ম্যাচ - ৫ ইনিংস - ১২৫ রান

৯) নুর আলি জারদান (আফগানিস্থান)- ৬ ম্যাচ - ৬ ইনিংস - ১২৪ রান

১০) শামিউল্লাহ শোনওয়ারি (আফগানিস্থান) - ৬ ম্যাচ - ৪ ইনিংস - ১২১ রান।

১১) উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া) - ৩ ম্যাচ - ৩ ইনিংস - ১১৭ রান

১২) শার্জিল খান (পাকিস্তান) - ৪ ম্যাচ - ৪ ইনিংস - ১১২ রান

১৩) আহমেদ শেহজাদ (পাকিস্তান) - ৪ ম্যাচ - ৪ ইনিংস - ১০৮ রান

১৪) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৩ ম্যাচ - ২ ইনিংস - ১০৪ রান

১৫) বিরাট কোহলি (ভারত) - ৩ ম্যাচ - ৩ ইনিংস - ১০২ রান

 

.