০-৩ গোলে পিছিয়ে থেকে ড্র আর্সেনালের

ছয় গোলের থ্রিলার ম্যাচে হার বাঁচালো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে প্রথম হার থেকে গানার্সকে বাঁচান অলিভার জিরুড। এক সময় তিন গোলে পিছিয়ে পড়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। তিন গোলে পিছিয়ে পড়ে হার প্রায় নিশ্চিত ছিল আর্সেনালের। কিন্তু ম্যাচে আরও নাটক বাকি ছিল। শেষ কুড়ি মিনিটে তিনটি গোল শোধ করে বোর্নমাউথের সঙ্গে তিন-তিন গোলে ম্যাচ ড্র করে আর্সেনাল।

Updated By: Jan 5, 2017, 09:33 AM IST
০-৩ গোলে পিছিয়ে থেকে ড্র আর্সেনালের

ব্যুরো: ছয় গোলের থ্রিলার ম্যাচে হার বাঁচালো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে প্রথম হার থেকে গানার্সকে বাঁচান অলিভার জিরুড। এক সময় তিন গোলে পিছিয়ে পড়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। তিন গোলে পিছিয়ে পড়ে হার প্রায় নিশ্চিত ছিল আর্সেনালের। কিন্তু ম্যাচে আরও নাটক বাকি ছিল। শেষ কুড়ি মিনিটে তিনটি গোল শোধ করে বোর্নমাউথের সঙ্গে তিন-তিন গোলে ম্যাচ ড্র করে আর্সেনাল।

 

অ্যালেক্সিস সাঞ্চেজ এবং লুকাস পেরেজের গোলের পর অলিভার জিরুডের গোল এক পয়েন্ট নিশ্চিত করে আর্সেনালের। এই ড্রয়ের পর লিগ তালিকায় চার নম্বর স্থানে আর্সেনাল।

.