Hockey World Cup 2023: বড় ধাক্কা! হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কাপ যুদ্ধ থেকে ছিটকে যেতে পারেন হার্দিক

স্পেনের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল মনপ্রীত, হরমনপ্রীতরা। তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনেক গোলের সুযোগ নষ্ট করার জন্য জয় পায়নি টিম ইন্ডিয়া। 

Updated By: Jan 16, 2023, 07:50 PM IST
Hockey World Cup 2023: বড় ধাক্কা! হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কাপ যুদ্ধ থেকে ছিটকে যেতে পারেন হার্দিক
চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক সিং! ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হকি বিশ্বকাপের (Hockey World Cup 2023) মধ্যে বড় ধাক্কা খেল ভারতীয় দল (Team India)। চোটের জন্য প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকে গেলেন হার্দিক সিং (Hardik Singh)। শোনা যাচ্ছে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য পুলে শেষ ম্যাচে ওয়েলসের (Wales) বিরুদ্ধে খেলতে পারবেন না এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। যদিও হার্দিকের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, পুরো প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতে পারেন হার্দিক। যদি শেষ পর্যন্ত হার্দিক ছিটকে যান,  তাহলে তাঁর বদলি হিসেবে দলে ঢুকে যেতে পারেন রাজকুমার পাল (Rajkumar Pal)।  

স্পেনের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল মনপ্রীত, হরমনপ্রীতরা। তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনেক গোলের সুযোগ নষ্ট করার জন্য জয় পায়নি টিম ইন্ডিয়া। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এই ড্রয়ের ফলে ভারতের সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পথ আরও কঠিন হল। 

আরও পড়ুন: Rishabh Pant: ভয়ংকর দুর্ঘটনার ১৭ দিন পর এল প্রথম প্রতিক্রিয়া! বিরাট বার্তা দিলেন ঋষভ পন্থ

আরও পড়ুন: U19 Womens T20 World Cup, IND vs UAE: প্রোটিয়াসদের পর আমিরশাহীকে উড়িয়ে শীর্ষে রইল শেফালির প্রমীলাবাহিনী

এবারের হকি বিশ্বকাপ খেলছে মোট ১৬টি দল। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারতের গ্রুপ স্পেন এবং ইংল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েলস। ২ ম্যাচে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপের শীর্ষ স্থানে থাকা দলই শুধু সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। ওয়েলসকে ৫ গোল দিয়েছিল ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও তাই গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তারা। সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তায় তাই কিছুটা এগিয়ে ইংল্যান্ড।

ভারতের শেষ ম্যাচ ওয়েলসের বিরুদ্ধে। ১৯ জানুয়ারি হবে সেই ম্যাচ। একই দিনে ইংল্যান্ড খেলবে স্পেনের বিরুদ্ধে। ভারত যদি ওয়েলসকে হারিয়ে দেয় তা হলে ৭ পয়েন্ট হবে ভারতের। ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তা হলে তাদেরও হবে ৭ পয়েন্ট। তখন দেখা হবে গোলপার্থক্য। যেখানে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কিন্তু যদি ইংল্যান্ড হেরে যায় তা হলে ওয়েলসকে হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.