বিকিনি বিশ্বকাপ জেতা নেদারল্যান্ডসের সুবিধা সুন্দরী চিত্কার

বিশ্বকাপ শুরু কয়েক সপ্তাহ আগে একটা সুবিধা পেয়ে গেল নেদারল্যান্ডস। গত শনিবার বিকিনি বিশ্বকাপ জেতায় এই সুবিধা পাচ্ছে গত বিশ্বকাপের রানার্সরা। বিশ্বকাপের এক ফিফার এক সহযোগী স্পন্সর এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করে। নিয়ম হল এই প্রতিযোগিতায় যে দেশের মহিলারা চ্যাম্পিয়ন হবে তার স্টেডিয়ামে ঢোকার টিকিটে অগ্রাধিকার পাবে।

Updated By: May 29, 2014, 03:52 PM IST

-----------------------------------------
বিশ্বকাপ শুরু কয়েক সপ্তাহ আগে একটা সুবিধা পেয়ে গেল নেদারল্যান্ডস। গত শনিবার বিকিনি বিশ্বকাপ জেতায় এই সুবিধা পাচ্ছে গত বিশ্বকাপের রানার্সরা। বিশ্বকাপের এক ফিফার এক সহযোগী স্পন্সর এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করে। নিয়ম হল এই প্রতিযোগিতায় যে দেশের মহিলারা চ্যাম্পিয়ন হবে তার স্টেডিয়ামে ঢোকার টিকিটে অগ্রাধিকার পাবে।

ব্রাজিল স্টেডিয়ামের একটি অংশের কয়েকটি আসন সংরক্ষিত থাকবে বিকিনি গার্লদের জন্য। সেই বিকিনি গার্লদের মধ্যে কোন দেশের সুন্দরীরা থাকবেন সেটা ঠিক হয় লটারির মাধ্যমে। কিন্তু বিকিনি বিশ্বকাপ জেতায় লটারির আগেই কয়েকটা আসনে নেদারল্যান্ডসের সুন্দরীরা টিকিট পেয়ে গেলেন। অর্থাত্‍, রবিন ভান পার্সিদের ম্যাচ থাকলেই সুন্দরী চিত্‍কার সপ্তমে পৌঁছবে।

প্রসঙ্গত, গত শনিবার বিকিনি বিশ্বকাপে স্পেন,জার্মানি, ব্রাজিলকে হারিয়ে ট্রফি জেতে নেদারল্যান্ডস। এই বিকিনি বিশ্বকাপে অংশ নিয়েছিল ব্রাজিল,স্পেন,জার্মানি, দক্ষিণ কোরিয়া,ইতালি,আলজেরিয়া,রাশিয়া। প্রতি দলে ছিল চার জন করে। নিয়ম একটাই বিকিনি পরে খেলতে হবে।

.