অভিজিত্ সরকারের জন্য হুগলীর কেওটা আজ গর্বিত

ওয়েব ডেস্ক: হুগলীর কেওটায় এখন সাজ সাজ রব। বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে নামতে চলেছে হুগলীর অভিজিত্ সরকার। বাংলার এই ফুটবলারের সাফল্যের জন্য প্রার্থনায় হুগলীর মানুষ। হুগলির কেওটায় উতকন্ঠায় দিন কাটছে হরেণ সরকার ও অলোকা সরকারের। একই সঙ্গে রয়েছে কিছুটা চাপও। তার কারণে ছেলে যে বিশ্বকাপের মঞ্চে শুক্রবার দেশের জার্সিতে নামতে চলছে। ছেলে ভারতীয় দলের অন্যতম সেরা আকর্ষণ অভিজিত সরকার। যুব বিশ্বকাপে মাতোসের দলে দশ নম্বর জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই বঙ্গসন্তানকে। তবে দিল্লির গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারবেন না অভিজিতের বাবা-মা। মা অলোকা সরকার অসুস্থ। বাবার পক্ষেও দিল্লি যাওয়া সম্ভব নয়। শুক্রবার সন্ধা থেকে তাদের চোখ থাকবে টিভির পর্দায়।

আরও পড়ুন এক ঝলকে চিনে নিন বিশ্বকাপে খেলতে চলা ২১ জন ভারতীয় ফুটবলারকে

টিভিতেই ছেলের গোল দেখতে চাইছেন অভিজিতের বাবা। হুগলির কেওটায় এখন সাজ সাজ রব। নয় থেকে নব্বই সকলেই প্রার্থনা করছেন অভিজিতের সাফল্যের জন্য। দুর্গাপুজোর নবমীর দিন অভিজিত পেয়েছেন দেশের দশ নম্বর জার্সি। সেদিন থেকেই উত্সব শুরু হয়েছে। অভিজিতের প্রতিবেশীরা থামতে চান ঘরের ছেলের সাফল্য দেখেই। এখন অপেক্ষা প্রথম ম্যাচের।

আরও পড়ুন  জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?

English Title: 
hooghly proud for footballer abhijit sarkar
News Source: 
Home Title: 

অভিজিত্ সরকারের জন্য হুগলীর কেওটা আজ গর্বিত

অভিজিত্ সরকারের জন্য হুগলীর কেওটা আজ গর্বিত
Yes
Is Blog?: 
No
Section: