'পুমা নিশ্চয়ই কন্ডোম বানাবে না!', জার্সি ছেড়ার পর ফুটবলারের অভিব্যক্তি নিয়ে শোরগোল
স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা পুমা কন্ডোম বানাবে না তো! বিস্ময়প্রকাশ সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার (Granit Xhaka)।
!['পুমা নিশ্চয়ই কন্ডোম বানাবে না!', জার্সি ছেড়ার পর ফুটবলারের অভিব্যক্তি নিয়ে শোরগোল 'পুমা নিশ্চয়ই কন্ডোম বানাবে না!', জার্সি ছেড়ার পর ফুটবলারের অভিব্যক্তি নিয়ে শোরগোল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/20/58392-5pumacondom.jpg)
ওয়েব ডেস্ক: স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা পুমা কন্ডোম বানাবে না তো! বিস্ময়প্রকাশ সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার (Granit Xhaka)।
এখন প্রশ্ন, হঠাৎ কন্ডোম প্রসঙ্গ এল কেন? সুইজারল্যান্ড বনাম ফ্রান্স খেলা চলাকালীন দু'-দুবার জার্সি বদলাতে হয় সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকাকে। কারণ, দু'বারই জার্সি ছিড়ে যায়। এরপরই ব্যাঙ্গাত্মক ঢঙে সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকা বলেন, "আমি আশা করছি পুমা কখনও কন্ডোম বানাবে না"।
পুমা সুইজারল্যান্ডের জার্সি তৈরি করেছে। এই জার্সি পরে ইউরোতে খেলতে নেমে সমস্যায় পড়েছেন তাঁরা। দলের আরও এক ফুটবলার এমবোলো বলেন,"জার্সি নিয়ে আমাদের নানা সমস্যায় পড়তে হয়েছে, যা কাম্য নয়"।
অবশ্য পুমার পক্ষ থেকে জানানো হয়েছে যে, "ইউরোতে ৫ টা দল আমাদের বানানো জার্সি পরেই মাঠে খেলতে নেমেছে। ১০টি ম্যাচও খেলেছে এই দলগুলো, তাঁদের এমন কোনও সমস্যা হয়নি। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করব"।
উল্লেখ্য সুইজারল্যান্ড ও ফ্রান্স খেলার ফল 0-0।