UEFA EURO: রাত পোহালেই মেগা ম্যাচে মুখোমুখি England vs Denmark, জানুন বিস্তারিত
যে ফর্মে ইংল্যান্ড আছে তাতে করে তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি।
নিজস্ব প্রতিবেদন: স্পেনকে হারিয়ে ইটালি পৌঁছে গিয়েছে ইউরো কাপের (UEFA EURO 2020) ফাইনালে। আগামী সোমবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজুরিরা খেলবে কাদের বিরুদ্ধে? এই প্রশ্নের উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যে। রাত পোহালেই মেগা ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-ডেনমার্ক (England vs Denmark)। এই ম্যাচের জয়ী দলের দেখা হবে ইটালির সঙ্গে।
ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে ইউক্রেনকে গুঁড়িয়ে সেমিফাইনাল খেলতে নামছে। এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট গ্যারেথ সাউথগেটের 'থ্রি-লায়ন্স'। গোল খরা কাটিয়ে গোলের মুখ দেখেছেন ক্যাপ্টেন হ্যারি কেন। দুরন্ত ছন্দে রয়েছেন রহিম স্টার্লিং, লুক শ রা। ইংল্যান্ড ফাইনাল খেলবে বলেই অনেকে বাজি ধরেছেন। তবে গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ক্রোয়েশিয়ার কাছে হারতে হয়েছিল কেনদের। এবার বাড়তি সতর্ক সাউথগেটের টিম। তবে এদিন ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তারা খেলবে ঘরের মাঠে। যে ফর্মে ইংল্যান্ড আছে তাতে করে তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি।
গত শনিবার ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে উঠেছে শেষ চারে। স্পেন ও ইটালির পর ইউরোর তৃতীয় সেমিফাইনালিস্ট সাইমন কেয়া অ্যান্ড কোং। ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা ২৯ বছর পর ইউরো সেমিফাইনালে। ইউরোর ইতিহাসে ডেনমার্ক একমাত্র দল যারা গ্রুপ পর্যায়ে পরপর দুই ম্যাচ হেরে সেমিফাইনাল খেলছে। কষ্ট করে শেষ ষোলোর ওঠা দল ক্যসপার হুলমান্ডের দল তারপরেই পুরো বদলে গেল। ড্যানিশদের স্বপ্ন দেখাতে শুরু করেছে ক্যাসপার ডোলবার্গ ও জোয়াকিম মাহলেরা। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তা বলাই যায়।
কখন, কোথায় আর কীভাবে দেখবেন ম্যাচ?
বুধবার অর্থাৎ আজ রাত ১২টা ৩০ মিনিটে (ভারতীয় সময়ে) ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচ
টিভিতে সরাসরি সম্প্রচার করবে Sony Ten 2 SD ও HD, Sony Ten 3 SD ও HD, Sony Six SD ও HD
অনলাইনে স্ট্রিম করবে SonyLIV ও Jio TV
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)