আমি বল করে ব্যাটসম্যানের মাথা ফাটাতে পারি: স্টেইন
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৮৫টি ম্যাচে স্টেইনের সংগ্রহ ৪১৭ উইকেট। আর ৫টি উইকেট পকেটে পুরতে পারলেই প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক শন পোলককে টপকে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন স্টেইন।
নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই জমজমাট ক্রিকেটযুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জমাটি ঠান্ডায় টিভির পর্দায় জোর টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল বাকযুদ্ধ। গোলাগুলি শুরু করে দিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।
আরও পড়ুন- স্তব্ধ সচিন! গণতন্ত্রের মন্দিরে বাকরূদ্ধ ভারতরত্ন
সম্প্রতি চোট সারিয়ে জাতীয় দলে ফিরছেন এই তারকা বোলার। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নেমে বলও করেছেন। এরই মধ্যে বিশ্বের এক নম্বরদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। ঘণ্টায় ১৫০ কিমি গতিতে ব্যাটসম্যানের মাথা ফাটিয়ে দিতে পারেন, কামব্যাক করে বললেন প্রত্যয়ী ডেল স্টেইন।
বছরখানেক পর করে কামব্যাক করে স্টেইন বলছেন, "ক্রিকেট খুব অদ্ভূত খেলা। অন্তত ১৪৫ - ১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। আর তাতে অবচেতনেই সিঁটিয়ে থাকবেন ব্যাটসম্যানরা। আবার স্পিন এলেই ব্যাটসম্যান জানবে, যে কোনও লাইনে বল ঘুরিয়ে দিতে পারেন বোলার।"
আরও পড়ুন- জিতল ভারত, রেকর্ড হল ধোনির
৩৪ বছর বয়সী তারকা বোলার জানাচ্ছেন, "আমি এখন সুস্থ। বয়স বাড়ার সঙ্গে আমি উন্নতি করছি। ক্রিকেট খেলতে ভালবাসি। যতদিন পারব ক্রিকেট খেলব। বয়স কোনও প্রতিবন্ধকতাই নয়।"
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৮৫টি ম্যাচে স্টেইনের সংগ্রহ ৪১৭ উইকেট। আর ৫টি উইকেট পকেটে পুরতে পারলেই প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক শন পোলককে টপকে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন স্টেইন।