জিতল ভারত, রেকর্ড হল ধোনির

গোটা বিশ্বে ধোনি দ্বিতীয় উইকেট কিপার, যিনি সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে-র ২০০-র বেশি আউট করেছেন। ২৭৮টি ম্যাচে ২০১টি আউট করেছেন মাহি। এর আগে এই কৃতিত্বের একমাত্র মালিক ছিলেন পাকিস্তানের কামরান আকমল। 

Updated By: Dec 21, 2017, 01:40 PM IST
জিতল ভারত, রেকর্ড হল ধোনির

নিজস্ব প্রতিবেদন: কটকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। ব্যাটে লোকেশ রাহুল, মণীষ পাণ্ডে আর ধোনির দাপট। আগুনে বোলিংয়ে ম্যাচ একপেশে করে দেয় যুঝবেন্দ্র চহাল, কূলদীপ যাদব এবং হার্দিক পান্ডিয়া। ১৮১ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেনি থিসারা পেরার দল। যার ফলে অধিনায়ক হিসাবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই সহজ জয় পেয়েছেন রোহিত শর্মা। এসবের মধ্যেই লাইমলাইটে এলেন ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার। 

ব্যাটে ৩৫-এর ওপরে রান এবং ৪ শিকার: 

অপরাজিত ৩৯ রান এবং ৪টি আউট করে কটকে রেকর্ড করেছেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকা'র উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং পাকিস্তানের কামরান আকমলের পর এমন নজির গড়লেন ধোনিই। ম্যাচে ৩৫-এর ওপর রান করেছেন এবং ৪টি আউট করার বিরল কৃতিত্ব নেই আর কারও ঝুলিতে। 

আরও পড়ুন- বিরাটদের 'কোচ' হচ্ছেন বিশ্বকাপ জয়ী গ্যারি কার্স্টেন

টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক শিকার: 

একই সঙ্গে ভারতীয় ক্রিকেটার হিসাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে সব থেকে বেশি আউট করার রেকর্ড গড়েছেন ধোনি। 

আরও পড়ুন- বি-টাউনকে টপকে কোহলিই এখন 'বিরাট ব্র্যান্ড'

২০০ শিকার ধোনির:

গোটা বিশ্বে ধোনি দ্বিতীয় উইকেট কিপার, যিনি সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে-র ২০০-র বেশি আউট করেছেন। ২৭৮টি ম্যাচে ২০১টি আউট করেছেন মাহি। এর আগে এই কৃতিত্বের একমাত্র মালিক ছিলেন পাকিস্তানের কামরান আকমল। 

আরও পড়ুন-  আইপিএল-এ যে কোনও দলেই খেলতে প্রস্তুত গৌতম গম্ভীর

.