'দেশকে আমার পদক উৎসর্গ করলাম,' অলিম্পিকে ব্রোঞ্জ জিতে সকলকে ধন্যবাদ Lovlina-র

'সোনা না পাওয়ায় একটু হতাশা হয়েছিল'

Updated By: Aug 4, 2021, 04:41 PM IST
'দেশকে আমার পদক উৎসর্গ করলাম,' অলিম্পিকে ব্রোঞ্জ জিতে সকলকে ধন্যবাদ Lovlina-র

নিজস্ব প্রতিবেদন: দেশকেই ব্রোঞ্জ পদক উৎসর্গ করতে চান লভলিনা (lovlina)। বুধবার অলিম্পিকে বক্সিংয়ে ভারতের হয়ে ব্রোঞ্জ (Bronze) জিতেছেন অসমের লভলিনা। জানান, দেশকে সোনার পদক এনে দেওয়াই লক্ষ্য ছিল তাঁর। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (BFI) তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে লভলিনা বলেন, 'সকল দেশবাসী আমার জন্য প্রার্থনা করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। অসমের সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সবাইকে ধন্যবাদ। আমি আমার পদক দেশকেই উৎসর্গ করতে চাই।' 

বিজেন্দ্র সিং ও মেরি কমের পর এই প্রথম দেশের হয়ে অলিম্পিকে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে আবার পদক জয় করলেন লভলিনা। শুরু থেকে যাঁরা পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন লভলিনা। সোনা জয়ের আশা জাগিয়েও সেমি ফাইনালের ব্যর্থতা মেনে নিয়ে আগামিদিনে ভারতকে সোনার পদক এনে দেওয়ার কথা দেন লভলিনা।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: রূপোর পদক নিশ্চিত ভারতের, কুস্তিতে ফাইনালে Ravi Kumar

প্রসঙ্গত, লভলিনার বাবা (Lovlina's Father) টিকেন জানান, 'মেয়ের পদক জয়ের পরেই গ্রামের রাস্তা পাকা করছে সরকার। আমি গর্বিত। লভলিনা ও গোটা গ্রামের কাছে এটাই বড় পুরস্কার। গ্রামের এক বাসিন্দা জানান,'লভলিনাকে এগিয়ে নিয়ে যেতে অসমের সরকার সাহায্য করে আসছে। প্র্যাকটিসের সময় মুখ্যমন্ত্রী তাঁকে ৫ লক্ষ টাকা সাহায্য করেন। পদক জয়ের খবর পেয়েই স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন ও রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়।'

আরও পড়ুন: পদক জয়ের পরই শুরু Lovlina-র গ্রামের রাস্তা পাকা করার কাজ, খুশির হাওয়া পরিবারে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.