পদক জয়ের পরই শুরু Lovlina-র গ্রামের রাস্তা পাকা করার কাজ, খুশির হাওয়া পরিবারে

কী জানালেন লভলিনার বাবা? পড়ুন

Updated By: Aug 4, 2021, 02:45 PM IST
পদক জয়ের পরই শুরু Lovlina-র গ্রামের রাস্তা পাকা করার কাজ, খুশির হাওয়া পরিবারে

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিকে (Olympic) ভারতের হয়ে ব্রোঞ্জ (Bronze) জিতেছেন অসমের লভলিনা (Lovlina)। গ্রামের মেয়ের পদক জেতার খবর পেয়েই খুশি গোটা এলাকা। খুশির হাওয়া পরিবারের অন্দরেও। খবর পেয়ে ইতিমধ্যেই লভলিনার গ্রামের কাঁচা রাস্তা পাকা করার কাজে হাত লাগালেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকান। এদিনের সেমি ফাইনাল ম্যাচে তুরস্কের প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছেন লভলিনা। যদিও কোয়ার্টার ফাইনালে তার জয়ের পর থেকেই আর্থিক সহয়াতাসহ নানান ভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছে অসমের সরকার (Assam Govt)।

লভলিনার বাবা (Lovlina's Father) টিকেন জানান, 'মেয়ের পদক জয়ের পরেই গ্রামের রাস্তা পাকা করছে সরকার। আমি গর্বিত। লভলিনা ও গোটা গ্রামের কাছে এটাই বড় পুরস্কার। গ্রামের এক বাসিন্দা জানান,'লভলিনাকে এগিয়ে নিয়ে যেতে অসমের সরকার সাহায্য করে আসছে। প্র্যাকটিসের সময় মুখ্যমন্ত্রী তাঁকে ৫ লক্ষ টাকা সাহায্য করেন। পদক জয়ের খবর পেয়েই স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন ও রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়।'

আরও পড়ুন: Tokyo Olympics : ভারতের হয়ে ব্রোঞ্জ জয়, বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হারলেন Lovlina

অসমের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন লভলিনার বাবা। সরকার সবসময় তাঁদের পাশে থেকেছেন বলে জানান তিনি। এদিন ম্যাচ শুরুর আগে গুয়াহাটিতে লভলিনার হয়ে প্রার্থনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মাসহ বাকি মন্ত্রী ও বিধায়করা। 

আরও পড়ুন: IND vs ENG 1st Test Series: কোথায়, কখন, কীভাবে দেখবেন ম্যাচ? জেনে নিন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.