Team India: 'স্ত্রীকে ফোন করে এক মাস কেঁদেছি...' ভারতীয় মহাতারকার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
Ishant Sharma makes stunning revelation: বহু দিন পর ফের খবরের শিরোনামে ইশান্ত শর্মা। ২০১৩ সালের এমন এক ঘটনা ইশান্ত ভাগ করে নিয়েছেন, যা আজও তাঁকে কুরে কুরে খায়। ইশান্ত বলছেন যে, ভাগ্যিস সেদিন তাঁর অধিনায়ক এমএস ধোনি ও সতীর্থ ধাওয়ান তাঁর পাশে ছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০৫টি টেস্টে ৩১১ উইকেট, পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৮০ ম্যাচে ১১৫ উইকেট ও ১৪টি টি-২০ ম্যাচে ৮ উইকেট। দেশের হয়ে তাঁর পরিসংখ্যান এই কথাই বলছে। দু'বছর আগে শেষবার দেশের হয়ে মাঠে নামা ইশান্ত শর্মা (Ishant Sharma) আজ স্মৃতির পাতায়। সরকারি ভাবে এখনও পর্যন্ত অবসর ঘোষণা না করলেও, ৩৪ বছরের দিল্লির ল্যাঙ্কি পেসার আজ ভারতীয় দলে অতীত। তবে টেস্ট ক্রিকেটে তাঁর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে। এক স্পোর্টস ওয়েবসাইটের শো-তে এসে ইশান্ত স্মৃতিচারণা করেছেন ২০১৩ সালে মোহালিতে হওয়া ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচের। অজি বোলার জেমস ফকনার (James Faulkner) ইশান্তকে ৩০ রান মেরেছিলেন। ইশান্ত আজও ভোলেননি সেই ম্যাচ। ইশান্তের মতে তাঁর ক্রিকেট কেরিয়ারে সব চেয়ে কঠিন মুহূর্ত ছিল ওই ২০১৩ সাল।
আরও পড়ুন: Virat Kohli and KL Rahul: 'বিরাট' রানের খোঁজে নেটে ব্যস্ত কোহলির সঙ্গে কেএল রাহুল
ইশান্ত বলেছেন, 'জীবনের সব চেয়ে কঠিন মুহূর্ত ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই মোহালি ম্যাচ। আমি জানি না যে, এর চেয়ে খারপ মুহুর্ত কখনও এসেছে কিনা! খুব কঠিন ছিল সময়টা। প্রচুর রান দেওয়ার জন্য নয়, আমার বুক ভাঙার কারণ ছিল, আমার জন্যই দলকে হারতে হয়েছিল। সেই সময় আমার স্ত্রীর সঙ্গে ডেটিং করছিলাম। আমি ওকে ফোন করে কাঁদতাম। এরকমটা প্রায় এক মাস চলেছে। রোজ ওকে ফোম করে বলতাম যে, দল আমার জন্যই হেরেছে।' ইশান্ত বলছেন যে, সেই সময় অধিনায়ক এমএস ধোনি ও শিখর ধাওয়ান তাঁর সঙ্গে ছিলেন। ইশান্তের সংযোজন, 'ওই সময়ে যদি ভালো কিছু হয়ে থাকে, তাহলে বলতে হবে মাহি ভাই ও শিখর আমার ঘরে এসেছিল। ওরাও ওই ম্যাচে খেলেছিল। ওরা বলেছিল যে, আমি ভালো খেলছি। শুধু ওই একটা ম্য়াচের জন্যই মানুষের ধারণা জন্মেছিল যে, আমি সাদা বলের বোলার নই।' ইশান্ত গতবছর শেষবার মাঠে নেমেছিলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। খেলেছিলেন বিদর্ভের হয়ে কলকাতায়।