কোহলি-অশ্বিনকে বিরাট স্বীকৃতি আইসিসি-র

এই দশকে ২২ গজে দাপট দেখিয়েছেন দুই ভারতীয়।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 25, 2019, 06:43 AM IST
কোহলি-অশ্বিনকে বিরাট স্বীকৃতি আইসিসি-র

নিজস্ব প্রতিবেদন:  ২০১০ থেকে ২০১৯। এই এক দশকে সেরা পারফরম্যান্স কার?  এই দশকে ২২ গজে দাপট দেখিয়েছেন দুই ভারতীয়। এই দশকে সবচেয়ে বেশি উইকেট রয়েছে আর অশ্বিনের ঝুলিতে। আর সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। দুই ভারতীয় তারকাকে নিয়েই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি(ICC)-র বিশেষ ট্যুইট।

বিরাট কোহলিকে নিয়ে আইসিসি টুইট করে লিখেছে, "এই দশকে বিরাট কোহলি: যে কোনও ব্য়াটসম্যানের চেয়ে ৫৭৭৫ আন্তর্জাতিক রান বেশি করেছেন। ২২টি বেশি আন্তর্জাতিক শতরান করেছেন।"

গত দশ বছরে সেরা বোলার ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আইসিসি-র টুইট,"এক দশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট রবিচন্দ্রন অশ্বিনের(৫৪৬)। অশ্বিনের পরেই রয়েছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন (৫৩৫ উইকেট)। তারপর স্টুয়ার্ট ব্রড (৫২৫), টিম সাউদি (৪৭২) ও ট্রেন্ট বোল্ ট(৮৫৮)। "

আরও পড়ুন- পন্থের জন্য স্পেশালিস্ট কিপিং কোচের ভাবনা নির্বাচকদের

.