নিউজিল্যান্ডকে টপকে আইসিসির একদিনের ক্রমতালিকায় তিনে ভারত

আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকায় উপরে উঠল ভারত। পাঁচটি মূল্যবাণ রেটিং পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডকে টপকে তিন নম্বরে উঠল বিরাট কোহলিরা। নিউজিল্যান্ড একশো তেরো পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিল। কিউইরা দুই পয়েন্ট বাড়িয়ে একশো পনেরোতে উঠলেও ভারত পাঁচ পয়েন্ট বাড়িয়ে একশো সতেরোতে পৌছে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দেয়। ফলে ভারত তিন নম্বরে উঠে আসে আর নিউজিল্যান্ড চারে নেমে যায়। আইসিসির ক্রম তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এশিয়ার অন্য দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ছয় নম্বরে রয়েছে। বাংলাদেশ সাত ও পাকিস্তান আটে রয়েছে। আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকা উচিত গম্ভীরের? কী বললেন শাস্ত্রী?

Updated By: May 1, 2017, 11:48 PM IST
নিউজিল্যান্ডকে টপকে আইসিসির একদিনের ক্রমতালিকায় তিনে ভারত

ব্যুরো: আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকায় উপরে উঠল ভারত। পাঁচটি মূল্যবাণ রেটিং পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডকে টপকে তিন নম্বরে উঠল বিরাট কোহলিরা। নিউজিল্যান্ড একশো তেরো পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিল। কিউইরা দুই পয়েন্ট বাড়িয়ে একশো পনেরোতে উঠলেও ভারত পাঁচ পয়েন্ট বাড়িয়ে একশো সতেরোতে পৌছে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দেয়। ফলে ভারত তিন নম্বরে উঠে আসে আর নিউজিল্যান্ড চারে নেমে যায়। আইসিসির ক্রম তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এশিয়ার অন্য দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ছয় নম্বরে রয়েছে। বাংলাদেশ সাত ও পাকিস্তান আটে রয়েছে। আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকা উচিত গম্ভীরের? কী বললেন শাস্ত্রী?

.