ICC ODI Rankings: সিংহাসনচ্যুত England! মগডালে New Zealand, জায়গা হারাল India
একদিনের ক্রিকেটে সিংহাসনচ্যুত অইন মর্গ্যানের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন: একদিনের ক্রিকেটে সিংহাসনচ্যুত অইন মর্গ্যানের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England)। তাদেরকে সরিয়ে এখন এক নম্বর স্থানে চলে এল কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)। দু’নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এক ধাপ নেমে তিন নম্বরে বিরাট কোহলির (Virat Kohli) ভারত। এক ধাক্কায় চারে নেমে এসেছে ব্রিটিশরা। পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি-র (ICC) সদ্য প্রকাশিত বার্ষিক র্যাঙ্কিং এমনটাই বলছে। নিউজিল্যান্ডের এখন ১২১ পয়েন্ট ঝুলিতে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮। ভারতের ১১৫ পয়েন্টে।
New Zealand have replaced the reigning world champions, England, as the No.1 side in the annual @MRFWorldwide ICC Men's ODI Team Rankings update.
Details
(@ICC) May 3, 2021
আরও পড়ুন: IPL 2021: করোনাতঙ্কে কাঁপছে আইপিএল! KKR র পর এবার COVID-19 হানা দিল Dhoni র CSK শিবিরে
যদিও টি-২০ র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড এক নম্বরেই রয়েছে। তাদের জায়গা কেউ নিতে পারেনি। ভারতও দ্বিতীয় স্থানে নিজেদের জায়গাটা ধরে রেখেছে। নিউজিল্যান্ডেরও দারুণ উত্থান হয়েছে। পাঁচ থেকে তিনে চলে এসেছে কিউয়িরা। ইংল্যান্ডের পয়েন্ট ২৭৭। ভারত তার থেকে ৫ পয়েন্ট পিছিয়ে। ২৬৩ পয়েন্টের সুবাদে তিনে নিউজিল্যান্ড। ২৬১ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। পাঁচে অস্ট্রেলিয়া। ২৫৮ পয়েন্ট তাদের সংগ্রহে। আইসিসি বলছে এই র্যাঙ্কিং আপডেট করা হয়েছে ২০১৭-১৮ সালের ফলাফল ও ২০১৯-২০ সালে খেলা ম্যাচের ভিত্তিতে। এর মধ্যে বিশ্বকাপও রয়েছে।