এবার ক্রিকেট মাঠেও বেটি বাঁচানোর উদ্যোগ আইসিসি-র
ওয়েব ডেস্ক: বেটি বাঁচাও, বেটি পড়াও। দেশের আঙিনায় এখন এই স্লোগান খুবই পরিচিত। এবার ক্রিকেট মাঠেও বেটি বাঁচানোর উদ্যোগ আইসিসি-র পক্ষ থেকে। মেয়েরা যাতে ক্রিকেট ছেড়ে না যায় তার জন্য সবদেশের ক্রিকেট বোর্ডকে, মহিলা ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর জন্য চাপ দিচ্ছে আইসিসি। ক্রিকেটে মহিলাদের ধরে রাখতে বা আরও বেশি করে খেলার জন্য উদ্বুদ্ধ করতে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড মহিলা ক্রিকেটারদের টাকা বাড়িয়েছে।
আরও পড়ুন শুক্রবার, হায়দরাবাদে টি২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত
চাপে পড়ে বিসিসিআইও মিথালিরাজ, হরমনপ্রীতদের টাকা বাড়ানোর কথা ভাবতে শুরু করেছে। ইতিমধ্যে মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে তিন থেক চার গুণ করার প্রস্তাব জমা পড়েছে বিসিসিআইয়ের টেবলে। এখন দেখার, শেষ পর্যন্ত কী হয়।
আরও পড়ুন যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?