ফিক্সিংয়ে বাদ গেলেন না আম্পায়ারাও, চ্যাম্পিয়ন্স থেকে বাদ রউফ

স্পট ফিক্সিং বিতর্কে আরও কেউ বাদ যাচ্ছেন না। বুকিরা তো আছেনই সঙ্গে ক্রিকেটার, কর্মকর্তা, দলের মালিক, বলিউড, টলিউড এমনকি বোর্ড কর্তারা জড়িয়ে পড়ছেন। কিন্তু এবার যিনি জড়ালেন তিনি ক্রিকেটের মাস্টারমশাইয়ের পদে তাকেন। তিনি হলেন আম্পায়ার। একেবারে ক্রিকেট বিশ্বের প্রথম সারির আম্পয়ার। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় আইসিসির কোপের মুখে পড়লেন পাকিস্তানের আম্পয়ার আসাদ রাউফ।

Updated By: May 23, 2013, 10:31 PM IST

স্পট ফিক্সিং বিতর্কে আরও কেউ বাদ যাচ্ছেন না। বুকিরা তো আছেনই সঙ্গে ক্রিকেটার, কর্মকর্তা, দলের মালিক, বলিউড, টলিউড এমনকি বোর্ড কর্তারা জড়িয়ে পড়ছেন। কিন্তু এবার যিনি জড়ালেন তিনি ক্রিকেটের মাস্টারমশাইয়ের পদে তাকেন। তিনি হলেন আম্পায়ার। একেবারে ক্রিকেট বিশ্বের প্রথম সারির আম্পয়ার। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় আইসিসির কোপের মুখে পড়লেন পাকিস্তানের আম্পয়ার আসাদ রাউফ।
ক্রিকেটাররা আগেই জড়িয়েছিলেন। জড়িয়ে গেছেন কর্মকর্তারাও। বাকি ছিলেন আম্পয়াররা। সেই ফাঁকটাও জুড়ে গেল ক্রিকেটের কালো খেলায়। ফিক্সিংয়ের খেলায় নতুন সংযোজন হলেন পাকিস্তানের আম্পায়ার আসাদ রাউফ। আর সেই জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাঁর নাম বাদ দিয়ে দিয়েছে আইসিসি। সব মিলিয়ে ষোল কলা পূর্ণ হল আর কী। এই প্রথম আইপিএলে কোন আম্পায়ারের নাম জড়াল। স্পট ফিক্সিং কাণ্ডে মুম্বই পুলিসের সন্দেহের তালিকায় রয়েছে রাউফের নাম।
তাঁর গতিবিধির উপর নজর রাখছে পুলিস। এরকম রিপোর্ট পাওয়ার পরই আসাদ রাউফের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। এমনইও ক্রিকেট মহলে খুব একটা সুনাম নেই রাউফের। নারি ঘটিত ঘটনায় বেশ কয়েবার জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের এই আম্পায়ার। এবার জড়ালেন স্পট ফিক্সিংয়ে।
 

.