ICC Women's World Cup 2022, INDWvsBANGW: হারলেই বিদায়, মঙ্গলের ভোরে মরণ-বাঁচন ম্যাচে নামছে Mithali Raj-এর Team India

চলতি বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ডের বেশ কয়েকটি নজির থাকলেও দলগত ভাবে ভারতের পারফরম্যান্স খুব ভাল নয়। সেডন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ থাকবেই।   

Updated By: Mar 21, 2022, 09:27 PM IST
ICC Women's World Cup 2022, INDWvsBANGW: হারলেই বিদায়, মঙ্গলের ভোরে মরণ-বাঁচন ম্যাচে নামছে Mithali Raj-এর Team India
ইতিবাচক মানসিকতা নিয়ে ডু অর ডাই ম্যাচে নামছে প্রমীলাবাহিনী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চলতি মহিলা বিশ্বকাপে ( ICC Women's World Cup 2022) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ মিতালি রাজের (Mithali Raj) টিম ইন্ডিয়া (Team India)। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে হেরেছে ভারতীয় দল। জয় মাত্র দুই ম্যাচে। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করেও হারতে হয়েছে। এমন প্রেক্ষাপটে শেষ চারে যেতে হলে মঙ্গলবার বাংলাদেশকে (Bangladesh) হারাতেই হবে। জিতলে শেষ চারে যাওয়ার আশা যেমন বেঁচে থাকবে, তেমনই হেরে গেলে বিদায় শুধু সময়ের অপেক্ষা। তাই চড়াই উতরাইয়ের মধ্যে ঝুলন গোস্বামী (Jhulan Goswami) -হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) কাছে এই ম্যাচটা কার্যত ডু অর ডাই! 

চলতি বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ডের বেশ কয়েকটি নজির থাকলেও দলগত ভাবে ভারতের পারফরম্যান্স খুব ভাল নয়। সেডন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ থাকবেই। কারণ বাংলাদেশ-ম্যাচ জিতে গেলেও রাউন্ড রবিন লিগের ভারতের শেষ ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এই প্রতিযোগিতায় একটিও ম্যাচ হারেনি প্রোটিয়াসরা। এই দুই ম্যাচে ভারত জিতে গেলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। ফলে বোঝাই যাচ্ছে, সেমিফাইনালের টিকিট জোগাড় করতে হলে শুধু নিজেদের জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দেশগুলোর দিকেও।   

এই হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে ২৭৭ রান করলেও ম্যাচ হেরে যায় ভারত। ভারতের ওপেনিং জুটি একেবারেই রান করতে পারছে না। বারবার ওপেনিং কম্বিনেশন বদলালেও সাফল্যের মুখ দেখেনি মিতালির দল। বাংলাদেশের বিরুদ্ধে স্মৃতি মান্ধানার সঙ্গে ইয়াস্তিকা ভাটিয়াকেই নামানো হতে পারে বলে জানা গিয়েছে। একইসঙ্গে স্মৃতির ব্যাটেও খরা চলছে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মৃতির ফর্ম ফিরে আসবে বলে আশাবাদী ভারতীয় দল। মিতালি রাজ এবং সহ-অধিনায়ক হরমনপ্রীত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করেছিলেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে তাঁদেরও ব্যাট কথা বলবে বলে মনে করা হচ্ছে।    

বিশ্বকাপের ২০টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে লিগের ৮টি ম্যাচ। একমাত্র অস্ট্রেলিয়া ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা। লড়াইয়ে রয়েছে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। খাতায়-কলমে লড়াইয়ে টিকে থাকলেও আয়োজক নিউজিল্যান্ডের শেষ চারে জায়গা করে নেওয়া কঠিন। অবশ্য সরকারিভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ এবং পাকিস্তানও।

তবে হ্যামিল্টনে পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে বসায় সব থেকে সুবিধা হল ভারতের। পরিস্থিতি অনুযায়ী ভারতের সেমিফাইনালের পথে কাঁটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ওয়েস্ট ইন্ডিজেরই।

প্রথমত: ওয়েস্ট ইন্ডিজ ৬ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের পয়েন্ট হবে ৮। হেরে গেলে ৬ পয়েন্টেই আটকে থাকবে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয়ত: ভারতের সংগ্রহে রয়েছে ৫ ম্যাচে ৪ পয়েন্ট। ভারতের ম্যাচ বাকি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ভারত ২টি ম্যাচই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮। ১টি ম্যাচ জিতলে ও ১টি হারলে মিতালিরা দাঁড়িয়ে যাবে ৬ পয়েন্টে।

তৃতীয়ত: ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২টি ম্যাচই জিতলে মোট ৮ পয়েন্ট সংগ্রহ করবে, যেটা প্রত্যাশিত। তবে অঘটনের শিকার হয়ে অন্তত ১টি ম্যাচ হারলে ব্রিটিশদের খাতায় থাকবে ৬ পয়েন্ট।

চতুর্থত: দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে। তারা ১টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। তবে যদি ৩টি ম্যাচই হারে তবে ৮ পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চমত: নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ড শেষ ম্যাচে জিতলে ৬ পয়েন্ট সংগ্রহ করবে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ডের সহজ ২টি ম্যাচ বাকি। তাই তারাও অনায়াসে ৮ পয়েন্টে পৌঁছে যেতে পারে। মূল লড়াইটা এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের। এমনও সম্ভাবনাও রয়েছে যে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, এই চার দলই ৮ পয়েন্টে দাঁড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রেও নেট রান রেটেই নির্ধারিত হবে তিনটি সেমিফাইনালিস্ট।

আরও পড়ুন: Shane Warne Passes Away: প্রিয় ওয়ার্নির কোন স্মৃতি তুলে ধরলেন Harbhajan Singh? জানতে পড়ুন

আরও পড়ুন: IPL 2022: প্রথমদিন মাঠে নেমেই সতীর্থদের কী নির্দেশ দিলেন Rishabh Pant? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.