ICC World Cup 2019: অস্ট্রেলিয়া ম্যাচের আগে বৃষ্টিতে বাতিল টিম ইন্ডিয়ার অনুশীলন
বৃষ্টিতে অনুশীলন ভেস্তে গেলেও ভারতীয় রাষ্ট্রদূতের লন্ডনের বাসভবনে এদিন গিয়েছিলেন কোহলি-ধোনিরা।
নিজস্ব প্রতিবেদন : বুধবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া৷ প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে ছন্দে কোহলি ব্রিগেড। রবিবার লন্ডনে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে নামার আগে শুক্রবার বৃষ্টিতে বাতিল হয়ে গেল টিম ইন্ডিয়ার অনুশীলন।
Next stop London. #travelday #CWC19 pic.twitter.com/lW0n3i30es
— Virat Kohli (@imVkohli) June 6, 2019
সাউদাম্পটনে ম্যাচ জেতার পরের দিন বৃহস্পতিবারই লন্ডনে পৌঁছে গিয়েছে বিরাটরা। বৃহস্পতিবার কোনও অনুশীলন না করলেও শুক্রবার বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল ভারতীয় দলের অনুশীলন। এদিন বৃষ্টিতে ব্রিস্টলে ভেস্তে যায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচও। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টির কারণে ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন বাতিল করতে হয়। বৃষ্টিতে অনুশীলন ভেস্তে গেলেও ভারতীয় রাষ্ট্রদূতের লন্ডনের বাসভবনে এদিন গিয়েছিলেন কোহলি-ধোনিরা।
#TeamIndia at the High Commissioner's residence in London today. pic.twitter.com/XptReRw1jw
— BCCI (@BCCI) June 7, 2019
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক ভারতীয় দল। বিশ্বকাপে পর পর দুটো ম্যাচ জিতে ছন্দে অজিরা। একদিনের ক্রিকেটে টানা দশ ম্যাচ জিতে রয়েছে তারা। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই ০-২ এ সিরিজে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। তাও স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই।
আরও পড়ুন - ICC World Cup 2019:BCCI-এর অনুরোধ খারিজ! ধোনির গ্লাভসে 'বলিদান' প্রতীক ব্যবহারের অনুমতি দিল না ICC