ICC World Cup 2023: ইডেনেই রোহিতদের হাইভোল্টেজ মেগাফাইট! চলে এল বিশ্বযুদ্ধের সূচি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের নির্ঘণ্টও জানিয়ে দিয়েছে বোর্ড। এই খসড়া সূচি থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের আপত্তিতে আমল দেয়নি ভারতীয় বোর্ড। বিসিসিআই তাঁদের এই খসড়া সূচী পাঠিয়েছে আইসিসির কাছে।

Updated By: Jun 12, 2023, 02:24 PM IST
ICC World Cup 2023: ইডেনেই রোহিতদের হাইভোল্টেজ মেগাফাইট! চলে এল বিশ্বযুদ্ধের সূচি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পরে ফের দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। বারো বছর আগের ওয়াংখেড়ের সেই ঐতিহাসিক রাত ফিরবে কিনা তা সময় বলবে, কিন্তু আপাতত জানা গিয়েছে দেশের কোন কোন মাঠে খেলবে ভারতীয় দল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ ইডেনেও বসতে চলেছে বিশ্বকাপের আসর। ভারতীয় বোর্ড তাঁদের খসড়া সমস্যসূচিতে জানিয়ে দিয়েছে কবে গঙ্গাপাড়ের মাঠে নামবেন বিরাট-রোহিতরা।    

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। পাশপাশি ভারতের অন্যান্য খেলার খসড়া সূচিও জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের নির্ঘণ্টও জানিয়ে দিয়েছে বোর্ড। ১৫ অক্টোবর আমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ। আইসিসিকে পাঠানো বোর্ডের খসড়া ক্রীড়া সূচিতে এমন তথ্যই রয়েছে। সেই সূচি অনুযায়ী ৮ অক্টোবর বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত।  রোহিত শর্মার দলের বাকি খেলা হবে ১১, ১৫, ১৯, ২২ ও ২৯ অক্টোবর এবং ২, ৫ ও ১১ নভেম্বর।

আরও পড়ুন: WTC 2023 Final | Sunil Gavaskar: 'কোহলিকে জিজ্ঞাসা করুন, কীভাবে ওই শট খেলল!' তিন মহাতারকাকে ধুয়ে দিলেন সানি

এই খসড়া সূচি থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের আপত্তিতে আমল দেয়নি ভারতীয় বোর্ড। পাকিস্তানের তরফে জানানো হয়েছিল যে বিশ্বকাপের গ্রুপ লিগের খেলা তারা কলকাতা এবং চেন্নাইতে খেলতে চায়।

আরও পড়ুন: Novak Djokovic | French Open 2023: অবিশ্বাস্য জকোভিচ, ২৩ গ্র্যান্ড স্ল্যামে লিখলেন ইতিহাস! সাক্ষী রোলাঁ গারোজ

বিসিসিআই তাঁদের এই খসড়া সূচী পাঠিয়েছে আইসিসির কাছে। পাশপাশি অংশগ্রহণকারী দলগুলির কাছেও পাঠানো হয়েছে এই খসড়া সূচি। খসড়া সূচীতে সেমিফাইনালের ভেন্যুর কোনও উল্লেখ করা হয়নি। সেমিফাইনাল ১৫ এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে। প্রতিযোগিতার উদ্বোধনী খেলাও হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

ভারতের সম্ভাব্য সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে

ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.