ICC World Cup 2023 Tickets: কীভাবে কোথায় কত দামে পাবেন বিশ্বকাপের টিকিট? এক ক্লিকেই সব প্রশ্নের উত্তর
ICC World Cup 2023 Tickets How To Book Price Details Here: দুয়ারে বিশ্বযুদ্ধ। কোথায়, কীভাবে বুক করবেন বিশ্বকাপের টিকিট? আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক ক্লিকেই। প্রতিবেদনে পড়ে জেনে নিন সব তথ্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। গত মঙ্গলবার সূচি ঘোষণা হওয়ার পরেই ফ্য়ানদের একটাই প্রশ্ন, কোথায় কবে কীভাবে বুক করা যাবে ম্যাচের টিকিট? কতই বা হবে টিকিটের দাম। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune)। তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটিতে (Guwahati) হবে গা ঘামানোর ম্যাচগুলি।
অনলাইনে কীভাবে ধাপে ধাপে বুক করবেন বিশ্বকাপের টিকিট:
প্রথমে চলে যাবেন সরকারি টিকিটিং প্ল্যাটফর্মে। সেটা হতে পারে Bookmyshow, Paytm, Paytm Insiders। এখনও চূড়ান্ত হয়নি কোনও প্ল্যাটফর্মের নাম। এছাড়াও আইসিসি-র বিশ্বকাপ ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটা যাবে।
দ্বিতীয় ধাপে টিকিটের লিংকে ক্লিক করে ম্যাচের দিন, ভেন্যু, সময় ও দল নির্বাচন করতে হবে
তৃতীয় ধাপে বেছে নিন ম্যাচ
এরপরেই খুলে যাবে নতুন পেজ। যেখানে টিকিটের দাম উল্লেখ করা হবে।
চতুর্থ ধাপে নিজের পছন্দ মতো টিকিট বেছে নিন।
পঞ্চম ধাপে যাবতীয় তথ্য যাচাই করে অনলাইনে পেমেন্ট করুন।
ষষ্ঠ ধাপে ডেবিট কার্ডের ডিটেইলস দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে।
সপ্তম ধাপে ডেলিভারির ঠিকানা দেওয়ার সঙ্গেই বুকিং কনফার্মড হতে পারে।
(অনলাইনে টিকিটের দাম ৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে থাকবে বলেই খবর)
সূচি ঘোষণার সঙ্গেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্যও সুসংবাদ চলে এসেছে। এক সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচ ম্যাচ পেয়েছে কলকাতা। দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছে ইডেন। যার মধ্যে পাকিস্তান দু'টি ও বাংলাদেশ ইডেনে একটি ম্যাচ খেলবে। ২৮ অক্টোবর কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে মাঠে নামবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। এরপর ৩১ অক্টোবর আয়োজিত হবে হাইভোল্টেজ পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। এরপর ফের ১২ নভেম্বর ইডেনের বাইশ গজে নামবেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ানরা। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালের আসর বসবে ইডেনে। এর আগে, ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কার সেমি ফাইনাল আয়োজিত হয়েছিল ইডেনে।