ICC World Test Championship Final 2023: দাপটের সঙ্গে আইসিসি টেস্ট ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া

শুধু হার নয়, চলতি সিরিজে লাগাতার যেভাবে ভারতের টপ অর্ডার ব্যর্থ হল সেটাও ভাবাবে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে ভাবাবে স্পিনের বিরুদ্ধে অজিদের স্বাবলম্বী হওয়াটাও। আহমেদাবাদ টেস্টে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বাড়তি চাপও থাকবে। সব মিলিয়ে ইন্দোরের ফল ভালই ভাবাবে রোহিতদের।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 3, 2023, 12:23 PM IST
ICC World Test Championship Final 2023: দাপটের সঙ্গে আইসিসি টেস্ট ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া
সিরিজে ফিরে আসার পর ট্রাভিস হেডকে অভিনন্দন জানাচ্ছেন স্টপগ্যাপ অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোম অ্যাডভান্টেজের সুবিধা তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া (Team India)। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে ৯ উইকেটে হারিয়ে আসন্ন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final 2023) চলে গেল অস্ট্রেলিয়া (Australia)। আগামী ৭ জুন ওভালের বাইশ গজে আয়োজিত হবে এই মেগা ফাইনাল। তবে স্টিভ স্মিথ (Steve Smith)-প্যাট কামিন্সরা (Pat Cummins) সেই ম্যাচে নিজেদের জায়গা পাকা করে নিলেও, ভারতীয় দল কিন্তু নিজেদের কাজ ইতিমধ্যেই কঠিন করে তুলেছে। 

এই মুহূর্তে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১৮ ম্যাচ খেলে ১৪৮ পয়েন্ট পেয়েছে। তাদের পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। বিশ্ব টেস্ট ফাইনালের আগে একটি মাত্র টেস্ট খেলবে অজিবাহিনী। আগামী ৯ মার্চ থেকে ভারতের বিরুদ্ধে শুরু হবে সেই টেস্ট। সেই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলেও, তাদের ফাইনাল খেলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩। পয়েন্টের শতাংশ ৬৪.০৬। তবে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত নয়। ফাইনালে যেতে হলে সিরিজ়ের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। 

আরও পড়ুন: BGT 2023: ব্যাটিং ভরাডুবির জন্য লজ্জার হার, বিশ্ব টেস্ট ফাইনালের রাস্তায় বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া

আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: আইপিএল-এর আগে চেন্নাইতে পা রাখলেন 'থালা', পেলেন রাজার মতো সংবর্ধনা, দেখুন ভাইরাল ভিডিয়ো

এই জয়ের ফলে সিরিজের ফলাফল এই মুহূর্তে ২-১ ফলাফলে দাঁড়িয়ে আছে। সিরিজ জিততে হলে কোনওভাবেই আহমেদাবাদ টেস্টে হারা চলবে না ভারতের। আর শুধু সিরিজ জয় কেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্যও আহমেদাবাদ টেস্টে জয় ছাড়া উপায় নেই। কারণ, ওভালে বিশ্ব সেরার শিরোপার লড়াইয়ে নামতে হলে এই সিরিজটি অন্তত দু’ম্যাচের জিততে হবে টিম ইন্ডিয়াকে।

শুধু হার নয়, চলতি সিরিজে লাগাতার যেভাবে ভারতের টপ অর্ডার ব্যর্থ হল সেটাও ভাবাবে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে ভাবাবে স্পিনের বিরুদ্ধে অজিদের স্বাবলম্বী হওয়াটাও। আহমেদাবাদ টেস্টে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বাড়তি চাপও থাকবে। সব মিলিয়ে ইন্দোরের ফল ভালই ভাবাবে রোহিতদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.