BGT 2023: ব্যাটিং ভরাডুবির জন্য লজ্জার হার, বিশ্ব টেস্ট ফাইনালের রাস্তায় বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া

৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ভেন্যু আবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নতুন ভাবে গড়ে ওঠা এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট আয়োজিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল। ঘূর্ণি পিচে গোলাপি বলের সেই টেস্টের দুই ইনিংসে মোট ৭০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল।

Reported By: সব্যসাচী বাগচী | Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 3, 2023, 11:08 AM IST
BGT 2023: ব্যাটিং ভরাডুবির জন্য লজ্জার হার, বিশ্ব টেস্ট ফাইনালের রাস্তায় বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া
ভারতীয় বোলারদের একাই বুঝে নিয়ে অজিদের টেস্ট জেতালেন ট্রাভিস হেড। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরীরটা আগেই আইসিইউ-তে ঢুকে গিয়েছিল। বডিকে মৃত বলে ঘোষণা করে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া ছিল শুধু ছিল সময়ের অপেক্ষা। আর সেটাই হল। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্ট দাপটের সঙ্গে জিতে নিল অস্ট্রেলিয়া (Australia)। এবং আড়াই দিনের আগেই এই লজ্জার হার হজম করার জন্য টিম ইন্ডিয়া (Team India) বিশ্ব টেস্ট ফাইনালের রাস্তায় বড় হোঁচট খেল। যদিও রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর দল ব্যাটিং ভরাডুবির জন্য ৯ উইকেটে এমন লজ্জার হারের পরেও শিক্ষা নেবেন বলে মনে হয় না। অন্যদিকে এই টেস্ট জিতে বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Final 2023) নিজেদের জায়গা পাকা করে নিল অজিবাহিনী। 

৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ভেন্যু আবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নতুন ভাবে গড়ে ওঠা এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট আয়োজিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল। ঘূর্ণি পিচে গোলাপি বলের সেই টেস্টের দুই ইনিংসে মোট ৭০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। হয়েছিলেন ম্যাচের সেরা। চলতি সিরিজের ফলাফল ২-১ হলেও, ভারত কিন্তু গত তিনটি টেস্টেই নিজেদের পছন্দের ঘূর্ণি পিচে খেলেছে। বিপক্ষকে বধ করতে চেয়েছে। তবে এবার সেই ছক বুমেরাং হল। তারকা ব্যাটাররা অসহায় মাথানত করার জন্য ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হজম করতে হল হার। তাই এমন প্রেক্ষাপটে বড় প্রশ্ন হল হেড কোচ রাহুল দ্রাবিড় ও রোহিতের থিঙ্কট্যাঙ্ক কি শেষ টেস্টেও ঘূর্ণি পিচে খেলতে চাইবেন? নাকি ছকে আসবে বদল!   

আরও পড়ুন: Lionel Messi: চলল ১৪ রাউন্ড গুলি! নিজের শহরেই প্রাণনাশের হুমকি পেলেন মেসি

আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: আইপিএল-এর আগে চেন্নাইতে পা রাখলেন 'থালা', পেলেন রাজার মতো সংবর্ধনা, দেখুন ভাইরাল ভিডিয়ো

বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর থাকলেও মাত্র ৭৬ রানে লড়াই করা সম্ভব নয়। অতি বড় অঘটন না ঘটলে এই টেস্টে জয়ী দল হিসেবে যে অজিদের নাম লেখা থাকবে সেটা আগে থেকেই জানা ছিল। আর সেটাই হল। তৃতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভারতকে সাফল্য এনে দেন অশ্বিন। খালি হাতে ফিরে যান উসমান খোয়াজ। কিন্তু সেখান থেকে খেলা ঘুরিয়ে দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশান। ফলে ১৮.৫ ওভারে ১ উইকেটে ৭৮ রান তুলে ম্যাচ নেয় স্টিভ স্মিথের দল। ট্রাভিস হেড ৫৩ বলে ৪৯ ও মার্নাস লাবুশান ৫৮ বলে ২৮ রান অপরাজিত থাকেন। ফলে লাঞ্চের আগেই ভারতের খেল খতম হয়ে যায়। 

এই জয়ের ফলে সিরিজের ফলাফল এই মুহূর্তে ২-১ ফলাফলে দাঁড়িয়ে আছে। সিরিজ জিততে হলে কোনওভাবেই আহমেদাবাদ টেস্টে হারা চলবে না ভারতের। আর শুধু সিরিজ জয় কেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্যও আহমেদাবাদ টেস্টে জয় ছাড়া উপায় নেই। কারণ, ওভালে বিশ্ব সেরার শিরোপার লড়াইয়ে নামতে হলে এই সিরিজটি অন্তত দু’ম্যাচের জিততে হবে টিম ইন্ডিয়াকে।

শুধু হার নয়, চলতি সিরিজে লাগাতার যেভাবে ভারতের টপ অর্ডার ব্যর্থ হল সেটাও ভাবাবে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে ভাবাবে স্পিনের বিরুদ্ধে অজিদের স্বাবলম্বী হওয়াটাও। আহমেদাবাদ টেস্টে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বাড়তি চাপও থাকবে। সব মিলিয়ে ইন্দোরের ফল ভালই ভাবাবে রোহিতদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.