ব্রিসবেনের নায়ক ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেটের নতুন "Spiderman"
গাব্বায় চতুর্থ টেস্টের চতুর্থ দিনে স্পাইডারম্যানের থিম সং হিন্দিতে গাইতে শোনা যায় ঋষভ পন্থকে।
নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার ব্রিসবেন জয়ের অন্যতম নায়ক ঋষভ পন্থকে ঘিরে যেন ঘোর কাটছে না। পন্থকে নিয়ে মজার টুইট করে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ দাবি তোলেন ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর'। এবার ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি পন্থকে স্পাইডারম্যান পন্থ বলে টুইট করলেন।
গাব্বায় চতুর্থ টেস্টের চতুর্থ দিনে স্পাইডারম্যানের থিম সং হিন্দিতে গাইতে শোনা যায় ঋষভ পন্থকে। আর পঞ্চম দিনে শুভমান গিল ও চেতেশ্বর পূজারার তৈরি করা ভিতের উপর দাঁড়িয়ে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। পন্থের দুরন্ত ইনিংসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
Spider-Pant, Spider-Pant
Does whatever a spider can
Hits a six, takes a catch
Guiding India to the match
Look out!
Here comes the Spider-Pant@RishabhPant17 #AUSvIND pic.twitter.com/3MbmEozLQ2
— ICC (@ICC) January 20, 2021
এবার আইসিসি-র টুইটে টুইস্ট। স্পাইডারম্যান গানের সূত্র ধরেই আইসিসি-ও স্পাইডারম্যান পন্থ বলে উল্লেখ করেছে টুইটে। একই সঙ্গে গাব্বার হিরোইক ইনিংসের কথাও উল্লেখ রয়েছে সেই টুইটে। আর স্প্যাইডারম্যানের ছবিতে ঋষভ পন্থের মুখ বসানো রয়েছে। আর এই স্পাইডারম্যান কিন্তু প্যাড আপ করে রয়েছেন।
আরও পড়ুন- IPL 2021: Smith-কে ছাড়ল রাজস্থান, Malinga-কে বাদ দিল মুম্বই
যদিও ভারতীয় টেস্ট দলের আর এক উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকেও 'স্প্যাইডারম্যান' বলে ডাকা হয়। সতীর্থ থেকে বিশেষজ্ঞরা অনেকেই পাপালিকে ওই নামে ডেকে থাকেন।
আরও পড়ুন- ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর', দাবি Sehwag-এর