পাঁচটা টেস্টে খেলে এখনও কোনও রান করতে পারেননি ইমরান

পাকিস্তানের প্রতিশ্রুতিবান পেসার। নতুন ইমরান খানকে নিয়ে স্বপ্ন দেখছে পাকিস্তান। শুরুটা ভালই করেছেন ২৮ বছরের ডানহাতি পেসার মহম্মদ ইমরান খান। গত বছর দুবাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল ইমরানে। প্রথম সিরিজেই নজর কেড়েছিলেন। কিন্তু বোলার ইমরান নন, ব্যাটসম্যান ইমরান এক কীর্তি গড়েছেন।

Updated By: Jul 5, 2015, 11:08 AM IST
পাঁচটা টেস্টে খেলে এখনও কোনও রান করতে পারেননি ইমরান

ওয়েব ডেস্ক: পাকিস্তানের প্রতিশ্রুতিবান পেসার। নতুন ইমরান খানকে নিয়ে স্বপ্ন দেখছে পাকিস্তান। শুরুটা ভালই করেছেন ২৮ বছরের ডানহাতি পেসার মহম্মদ ইমরান খান। গত বছর দুবাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল ইমরানে। প্রথম সিরিজেই নজর কেড়েছিলেন। কিন্তু বোলার ইমরান নন, ব্যাটসম্যান ইমরান এক কীর্তি গড়েছেন।

এমন এক কীর্তি যা কোনও ক্রিকেটারই গড়তে চাইবেন না। গত বছর অক্টোবরে টেস্ট অভিষেক হওয়ার পর পাঁচটা টেস্ট খেলে ফেলেছেন, কিন্তু ব্যাট হাতে এখনও কোনও রান করতে পারেননি ইমরান। তবে মাত্র দু বার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোনও রান না করে অপরাজিত ছিলেন। এরপর তিনটে টেস্টের একটাতেও ব্যাট হাতে নামার সুযোগ পাননি। গতকাল, শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ৮ বল খেলার পর শ্রীলঙ্কান স্পিনার থারিন্দু কুশলের বলে শূন্য রানে আউট হন ইমরান। ব্যাপার দাঁড়াল পরিসংখ্যানবিদরা বলছেন, জীবনের প্রথম পাঁচটা টেস্টে খেলতে নেমে কোনও রান করেননি এমন নজির নাকি ক্রিকেটে কখনও হয়নি।

পরপর তিনটে টেস্টে কোনও রান করেননি এমন নজির আছে, কিন্তু ইমমরান যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা একেবারে বিশ্বরেকর্ড। এখন প্রশ্ন স্কোরবোর্ডে খাতা খুলতে ইমরান কত দিন নেন সেটাই দেখার। হিসাব বলছে ৯ মাস পরেও ব্যাটসম্যান ইমরান গোল্লা পেয়ে বসে আছেন। 

Tags:
.