Rohit Sharma, IND vs AUS 3rd ODI: কোন বিশেষ কারণে লজ্জাজনক সিরিজ হার? স্পষ্ট করে দিলেন রোহিত

২০১৯ সালের পর এই প্রথমবার ঘরের মাঠে একদিনের সিরিজ হারল টিম ইন্ডিয়া। সেবারও বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে সিরিজ হেরেছিল ভারত। এবারও সেই ক্যাঙ্গারুদের বিরুদ্ধে হারের মুখ দেখল 'মেন ইন ব্লু' ব্রিগেড। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 23, 2023, 11:45 AM IST
Rohit Sharma, IND vs AUS 3rd ODI: কোন বিশেষ কারণে লজ্জাজনক সিরিজ হার? স্পষ্ট করে দিলেন রোহিত
দলের পারফরম্যান্স নিয়ে চিন্তিত রোহিত শর্মা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিটনেস সমস্যার জন্য অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে লজ্জাজনকভাবে একদিনের সিরিজ হারতে হয়েছে। এমনটাই মনে করেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর সেটা ২-১ ব্যবধানে সিরিজ হারের পর সাংবাদিক বৈঠকে এসে জানিয়েও দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। রোহিতের দাবি এই মুহূর্তে প্রথম একাদশে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলে থাকলে, বাইশ গজের যুদ্ধে ভারতীয় দলের চেহারা অন্য রকম হত। পিঠের চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন 'বুম বুম  বুমরা'। অন্যদিকে অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলার সময় পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স। দুই তারকাই আগামী আরও কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। আর তাই সিরিজ হেরে আক্ষেপ করছেন তিনি।  

রোহিত বলেন, "ফিটনেস আমাদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ গড়ার কথা ভেবেছিলাম, তারা চোটের জন্য দলের বাইরে আছে। তবুও বাকিরা নিজের সাধ্যমতো চেষ্টা করেছে। চোটের জন্য যারা এই মুহূর্তে দলে নেই, তাদের ভবিষ্যৎ অবস্থান জানার জন্য প্রতি মুহূর্তে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।" 

২০১৯ সালের পর এই প্রথমবার ঘরের মাঠে একদিনের সিরিজ হারল টিম ইন্ডিয়া। সেবারও বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে সিরিজ হেরেছিল ভারত। এবারও সেই ক্যাঙ্গারুদের বিরুদ্ধে হারের মুখ দেখল 'মেন ইন ব্লু' ব্রিগেড। আর তাই রোহিত এখন থেকেই বিশ্বকাপের কথা ভাবছেন। তিনি যোগ করেন, "অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপ। মাত্র কয়েক মাস হাতে রয়েছে। তাই চোট-আঘাতের পরেও বিশ্বকাপে খেলার জন্য ১৫ জন তৈরি আছে।" 

আরও পড়ুন: IND vs AUS 3rd ODI: অস্তাচলে সূর্য, বিরাট-হার্দিকদের ব্যর্থতার জেরে অজিদের বিরুদ্ধে সিরিজ খোয়াল টিম ইন্ডিয়া

আরও পড়ুন: IND vs AUS 3rd ODI: কেন রাহুলের জায়গায় গ্লাভস হাতে মাঠে নামলেন ঈশান? জেনে নিন আসল কারণ

অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজ় হেরে অজুহাত দেওয়ার রাস্তায় হাঁটলেন না রোহিত শর্মা। দলের ব্যর্থতা মেনে নিলেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিতের বক্তব্য, লক্ষ্য খুব বড় ছিল না। তবুও তাঁরা সঠিক ভূমিকা পালন করতে পারেননি।

এদিকে সিরিজ় হেরে অজুহাত দেওয়ার রাস্তায় হাঁটলেন না রোহিত। দলের ব্যর্থতা মেনে নিলেন। রোহিতের বক্তব্য, "আমার মনে হয় না খুব বড় রানের লক্ষ্য ছিল আমাদের। তবে দ্বিতীয়ার্ধে উইকেট একটি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তবু বলব, আমরা ভালো ব্যাট করতে পারিনি। জুটি তৈরি করা প্রয়োজন ছিল। একটা ভালো জুটি তৈরি হলেই ম্যাচ ঘুরে যেত। এই ধরনের উইকেটে খেলেই আমরা বড় হয়েছি। এই রকম উইকেটেই আমরা খেলা শিখেছি। অথচ আমরা অনেকেই খারাপ ভাবে আউট হলাম। কখনও কখনও নিজেকে একটু বেশি প্রয়োগ করতে হয়। সুযোগ তৈরি করে নিতে হয় নিজেকে। এক জন্য ব্যাটারের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। খেলাটার গভীরে যেতে হলে এটা করতে হয়। আমরা সকলেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি।" 

ভারত অধিনায়ক হিসাবে শুরুটা স্বপ্নের মতো করেছিলেন রোহিত। টানা ম্যাচ জেতা, পরপর সিরিজ জয়ের রেকর্ড সবই ছিল। কিন্তু সেই ‘মধুচন্দ্রিমা’ এবার শেষ হওয়ার পালা। একদিনের বিশ্বকাপ যত এগিয়ে আসছে ভারতীয় দলের ফুটিফাটা চেহারা ততই যেন প্রকাশ্যে আসছে। যেমনটা এল এবার অজিদের বিরুদ্ধে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.