Ravi Shastri | Matthew Hayden | BGT 2023: 'এটা কোনও পিচ হল'! শাস্ত্রীর দু'শব্দে হেডেন ধ্বংস

Matthew Hayden slams Indore pitch live on air, Ravi Shastri has epic two-word response: ইন্দোরের পিচ নিয়ে লাইভ ধারাভাষ্যে বিষোদগার করেছেন ম্যাথিউ হেডেন। অজি মহারথীর মুখ বন্ধ করে দিতে রবি শাস্ত্রী ব্যবহার করলেন মাত্র দু'শব্দ।

Updated By: Mar 1, 2023, 02:08 PM IST
Ravi Shastri | Matthew Hayden | BGT 2023: 'এটা কোনও পিচ হল'! শাস্ত্রীর দু'শব্দে হেডেন ধ্বংস
হেডেন-শাস্ত্রীর মধ্যে ধুন্ধুমার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy, BGT 2023) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের (Pat Cummins) হারিয়েছে ৬ উইকেটে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এদিন হোলকারে টস জিতে প্রথম ব্যাট করেন রোহিতরা। এই ঘূর্ণি পিচে কুনেম্যান (৫) ও লিয়ঁদের (৩) দাপটে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৯ রানে। এদিন ভারতের ব্যাটিং বিপযর্য যখন চলছিল, তখন লাইভ কমেন্ট্রি দিচ্ছিলেন অজি কিংবদন্তি ম্যাথিউ হেডেন (Matthew Hayden) ও রোহিতদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ইন্দোরের পিচ নিয়ে হেডেন বিষোদগার করেছিলেন। যার পাল্টা দিলেন শাস্ত্রী। 

আরও পড়ুনVirat Kohli, BGT 2023: স্পিন পিচ বুমেরাং! ম্যাথু কুনেম্যান-ন্যাথন লিঁওর দাপটে ১০৯ রানে শেষ টিম ইন্ডিয়া

হেডেন বলেন, 'ভারতীয় শিবিরে একটা শান্তি বিরাজ করছে। কারণ বিগত দুই টেস্ট ম্য়াচে তারা দারুণ সফল। কিন্তু ইন্দোরের পিচে গড়পড়তা টার্ন দেখ। এজন্যই এরকম পিচ নিয়ে আমার সমস্যা। বিশ্বের আর কোথাও ষষ্ঠ ওভারে স্পিনার বল করতে আসে না। ইন্দোরে গড়পড়তা টার্ন ৪.৮ ডিগ্রি। এমন বিরাট টার্ন তৃতীয় দিনে প্রত্যাশা করা যায়। তাবলে প্রথম দিনে নয়। ব্যাটারদেরও সুযোগ দেওয়া উচিত। রবি তুমি তোমার ব্যাটারদের প্রথম ও দ্বিতীয় দিনের পারফরম্যান্স নিয়ে কী বলবে!' শাস্ত্রী খানিক থেমে শুধু বলেন, 'হোম কন্ডিশনস'। এরপর শাস্ত্রী যোগ করেন। 'এটা হোম কন্ডিশনের চেয়ে বেশি কিছু। কঠিন হতে চলেছে। এখানে দু'টো রাস্তা নেই। একটা ভালো পার্টনারশিপ ফারাক গড়ে দিতে পারে।' প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে প্রথম ইনিংসে। ৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে যান ট্র্যাভিড হেড। ক্রিজে আছেন উসমান খোয়াজা (২৫) ও মার্নাস লাবুশানে (১৪)। হেডেন বলেই নন, পুরো অজি মিডিয়াই বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে থেকে ভারতের ব়্যাঙ্ক টার্নার নিয়ে প্রচুর কথা বলেছিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.