ওয়েব ডেস্ক: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে যে স্লেজিংয়ের বন্যা বইতে চলেছে, তা টের পাওয়া যাচ্ছে, সিরিজের প্রথম টেস্টের প্রায় দু'সপ্তাহ আগে থেকেই। কারণ, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কথা। সাংবাদিকদের স্টিভেন স্মিথ বলেছেন, 'আমাদের জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। সাফল্য পাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেটা পাওয়ার জন্য ওরা যদি মুখের লড়াই শুরু করে, তাহলে আমারাও মুখ চালাতে লজ্জা করব না। কারণ, আমারা দেখাতে চাই, জেতার স্কিলটাই চূড়ান্ত কথা।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল


প্রসঙ্গত, প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাইকেল হাসি স্টিভেন স্মিথের দলকে আগাম সতর্ক করে দিয়ে বলে দিয়েছেন, যেন বিরাট কোহলিকে ভুলেও স্লেজিং না করা হয়। কারণ, ২০১৪ সালে বক্সিং ডে টেস্টে স্লেজিংয়ের পাল্টা হিসেবে বিরাট খেলেছিলেন ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। কিন্তু স্মিথ যে, সে সব শুনবেন না, সেটা তাঁর কথা শুনেই পরিস্কার। শুধু শুরুটা কাউকে একবার করতে হবে। তারপর মুখের লড়াই সম্ভাবত গোটা সিরিজ জুড়েই চলবে।


আরও পড়ুন  ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে অজি পেসারদের পরামর্শ দিলেন ম্যাকগ্রাথ